অবশেষে যেভাবে খোলা হলো শিল্পী সমিতির তালা

আইকোনিক ফোকাস ডেস্কঃ নানান নাটকীয়তার পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছেন চিত্রনায়ক জায়েদ খান। কিন্তু সমিতিতে এসেই বাধার মুখে পড়েছিলেন তিনি। কারণ, সমিতির গেটে তালা দেওয়া ছিল। অবশেষে সভাপতি ইলিয়াস কাঞ্চনের হুঁশিয়ারিতে তালা খুলে দেওয়া হয়েছে।

আদালতের রায়ে জয়ী হয়েই সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনকে ফোন করেন জায়েদ খান। এরপর বিকেলে তিনি এফডিসিতে যান। ১ মাস ৪ দিন পর সেখানে গিয়ে দেখেন সমিতির অফিসে তালা দেওয়া।

এ প্রসঙ্গে শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আদালতের রায়ে জায়েদ খান তার পদ ফিরে পেয়েছেন। এখন তাকে সম্মানের সঙ্গে সেই পদ ও চেয়ার ফিরিয়ে দেওয়া আমাদের সকলের কর্তব্য। শিল্পী হয়ে আমরা যদি আদালতের রায় না মানি তাহলে দেশের মানুষ আমাদের দেখে কী ভাববে?’

Leave a Reply

Translate »