আইকোনিক ফোকাস ডেস্কঃ বড় একটি আলমারিতে ঠাসা বড় নোটের বান্ডিল। ভারতের হায়দরাবাদের এক ওষুধ কোম্পানির অফিসে অভিযান চালিয়েছিল দেশটির আয়কর দপ্তর। সেই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
দেশটির আয়কর বিভাগ জানায়, প্রায় ৫৫০ কোটি রুপির ব্যাখ্যাহীন আয়ের হদিস পাওয়া গেছে। সেই সঙ্গে অভিযান চালানোর সময়ে নগদ প্রায় ১৪২ কোটি ৮৭ লাখ রুপি বা প্রায় ১৬৩ কোটি বা ১৬২ কোটি ৮৫ লাখ ৩ হাজার ১৪৭ টাকা টাকা পাওয়া গেছে।
এত বিপুল টাকার উৎস এবং এভাবে রেখে দেওয়ার কারণ ব্যাখ্যা করতে পারেননি ওষুধ কোম্পানিটির কর্মীরা। হায়দরাবাদের এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি ওষুধ তৈরির বিভিন্ন উপাদান বানায়। এগুলো মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, দুবাই ও আফ্রিকায় রপ্তানি করা হয়।
এই অভিযানের একটি ছবি ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা যায়, একটি আলমারি নগদ টাকায় ভর্তি। আলমারি থেকে যেন উপচে পড়ছে ৫০০ রুপির নোটের বান্ডিল।