আইকোনিক ফোকাস ডেস্কঃ গতকাল সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এই ঘটনায় এখন অবধি প্রাণ হারিয়েছেন প্রায় ৪৬ জন মানুষ। স্মরণকালের এই ভয়াবহ ঘটনায় সাধারণ মানুষের মতো শোকাহত বিনোদন অঙ্গনের তারকারাও। বেশির ভাগ তারকারই আছে বেইলি রোড ঘিরে স্মৃতি।
কেউ আড্ডা মেরেছেন, কেউ দেখেছেন নাটক, কেউ বেড়ে উঠেছেন বেইলি রোডেই। স্বাভাবিকভাবেই তারা স্মৃতিকাতর হয়েছেন এই ঘটনায়। স্মৃতিকাতর হওয়ার পাশাপাশি এই ঘটনায় সংশ্লিষ্টদের বিচারও চাইলেন কেউ কেউ।
যেমন অভিনেতা চঞ্চল চৌধুরী বেইলি রোডের পুড়ে যাওয়া ভবনের ছবি শেয়ার করে লিখেছেন- ‘হায় রে বেইলি রোড।
আর অভিনেত্রী অপু বিশ্বাস লিখেছেন, ‘বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এই ধরনের মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে। ঈশ্বর সকলের মঙ্গল করুক।
চলচ্চিত্রের আরেক তারকা নিপুণ আক্তার বেইলি রোডের সেই ভবনের ছবি শেয়ার করে লিখেছেন, ‘আল্লাহ তুমি তোমার সব বান্দাদের হেফাজতে রেখো।
আরও পড়ুনঃ বিয়ের পিঁড়িতে বসতে জাচ্ছে বলিউড নায়িকা, পাত্র কে?
এদিকে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বিচার চেয়ে লিখেছেন, ‘ফায়ার সার্ভিস বলছে, বেইলি রোডের ভবনটিকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় তিনবার নোটিশ দেওয়া হয়েছিল। তাহলে কেন এমন হলো? কেন তিনবার নোটিশ দেওয়ার পরও ভবনটির সংশ্লিষ্ট মানুষেরা আমলে নিলেন না? আপনাদের ব্যবসার জন্য? আপনাদের অনেক লবিং, অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, আপনাদের কথায় কাজ হয়। এখন ক্ষমতা দেখিয়ে, লবিং করে একটু মৃত মানুষগুলোর প্রাণ ফিরিয়ে দেন। লজ্জা হওয়া উচিত আপনাদের, ধিক্কার জানাই।
সবাইকে সাবধান করে দিয়ে আলোচিত অভিনেতা জায়েদ খান লিখেছেন, ‘এতগুলো নিরীহ প্রাণ বিসর্জন হলো অগ্নিকাণ্ডে! দুঃখ প্রকাশের ভাষা নেই।
আমাদের আরো সাবধানতা প্রয়োজন। বিশেষ করে সিলিন্ডারের গ্যাস ব্যবহারের ক্ষেত্রে।
ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর সবার আত্মার শান্তি কামনা করে লিখেছেন, আল্লাহ, তুমি রহম করো। বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনা করি।
আরেক অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লিখেছেন, ‘মৃত্যু ছাড়া এই শহরের টনক নড়ে না! আমাদের লোভের কাছে মানবিকতা বারবার হার মানে। আল্লাহ সহায়! মানুষগুলোকে বেহেশত নসিব করুক।
অভিনেত্রী মৌটুসি বিশ্বাস মৃত্যুপুরীর কথা উল্লেখ করে বলেছেন, আমার কমনসেন্স থেকেই এই ভবনগুলোকে আইডেন্টিফাই করা ছাড়া আর কোনো উপায় দেখি না। এই দেশে মৃত্যুপুরী বানানো অপরাধ না। কায়দা করে নিজেরই বাঁচতে হয়।
ছোট পর্দার পরিচালক প্রবীর রায় চৌধুরী বলেছেন, ‘বেইলি রোডে আগুনে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। এমন দিন যেন কাউকে দেখতে না হয় আর। ঈশ্বর আমাদের ক্ষমা করুক।
এদিকে আজ সকালে বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় শোকাহত হয়েছেন চলচ্চিত্র তারকা শাকিব খান। তিনি তার ফেসবুক পেইজে একটা দীর্ঘ লেখা লিখেছেন, সেখানে তিনি বলেছেন, ‘গত রাতে বেইলি রোডে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের আগে সেখানে বেশির ভাগ মানুষ হয়তো গিয়েছিলেন তাদের প্রিয়জন নিয়ে আনন্দময় কিছু সময় ভাগাভাগি করতে। কেউ কেউ গিয়েছিলেন শপিং বা পরিবার-পরিজন নিয়ে ফ্রি টাইমে খাওয়াদাওয়া করতে। কিন্তু এক নিমেষেই ভয়াবহ অগ্নিকাণ্ড থামিয়ে দিয়েছে এতগুলো জলজ্যান্ত জীবন। স্বজন হারিয়ে অনেকের ভবিষ্যৎ জীবনে নেমে এসেছে ঘোর অমানিশা! অনেকের তিলে তিলে গড়ে তোলা ব্যবসাপ্রতিষ্ঠান শেষ হয়ে গেছে।
শাকিব খান লিখেছেন, ‘কিছুদিন পর পর অগ্নিকাণ্ডে এত এত তরতাজা প্রাণ অকালে চলে যাওয়া এবং ক্ষয়ক্ষতি কোনোভাবে কাম্য নয়। এসব ঘটনার সুষ্ঠু তদন্তের নিষ্পত্তি হওয়া প্রয়োজন। আর জীবনের ঝুঁকি নিয়ে যারা সব সময় এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মোকাবেলা করে সাধারণ মানুষের জন্য জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েন, সেইসব ফায়ার সার্ভিস কর্মীদের জানাই স্যালুট!