আইকোনিক ফোকাস ডেস্কঃ প্রথম সেটে বাংলাদেশ ৩৬-৩৪ পয়েন্ট ও পরের সেটে এগিয়ে ছিল ৩৭-৩৬ পয়েন্টে। শেষ দুই সেটে সমতা ছিল ৩৭-৩৭, ৩৮-৩৮ পয়েন্টে। চার সেট মিলিয়ে বাংলাদেশ ১৪৮ আর ইরাক ১৪৫ স্কোর করে। তিন পয়েন্ট বেশি পাওয়ায় ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। কম্পাউন্ড মিশ্র বিভাগে ৬টি দেশ অংশগ্রহণ করেছে। ইরানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন ভারতের দুই তারকা ক্রিকেটার।
আগামীকাল হবে ব্যক্তিগত ও রিকার্ভ দলগত ইভেন্টের সব খেলা। বাংলাদেশ রিকার্ভ ব্যক্তিগত পুরুষ বিভাগে লড়বে ব্রোঞ্জ পদকের জন্য। এছাড়া রিকার্ভ পুরুষ দলগত ও মিশ্র বিভাগে স্বর্ণপদক ও নারী দলগত বিভাগে ব্রোঞ্জের নামবে দিয়া সিদ্দিকী-সাগর ইসলামরা।