শীতে ঘর গরম রাখুন প্রাকৃতিক উপায়ে

আইকোনিক ফোকাস ডেস্কঃ শীতকালে ঠাণ্ডা আবহাওয়ার সঙ্গে আসে নানা স্বাস্থ্য সমস্যা। এই সময় শরীরকে উষ্ণ রাখা ভীষণ জরুরি। আর এ জন্য আমরা দিনের অধিকাংশ সময়েই চা-কফিতে চুমুক দিই। কিন্তু বিছানা ছাড়লেই সেই উষ্ণতা আর থাকে না।

কারণ বাড়ির মেঝেতে পা পড়লেই শরীর শির শির করে ওঠে। আর এই কনকনে ঠাণ্ডায় যা অনেকের জন্যই অস্বস্তিরও কারণ হয়ে দাঁড়ায়। আজকের প্রতিবেদনে জানবেন কিভাবে প্রাকৃতিক উপায়ে ঘর গরম রাখবেন।

শীতে ঠাণ্ডা মেঝে জ্বর, সর্দি-কাশির মতো সমস্যা দেখা দিতে পারে।

এই সমস্যাগুলো থেকে বেঁচে থাকাও গুরুত্বপূর্ণ। এ জন্য একটি সহজ ও কার্যকর উপায় রয়েছে, যার মাধ্যমে আপনি এ সমস্যা থেকে মুক্তি পাবেন খুব দ্রুত। এই সহজ কৌশলগুলোর মাধ্যমে মেঝে গরম রাখা যায় এবং ঠাণ্ডা এড়ানো সম্ভব। 

ভ্যাকুয়াম ক্লিনার

শীতকালে পানি দিয়ে মেঝে পরিষ্কার করা হয়।

এর পরিবর্তে যদি একটি ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করা যায় তাহলে ভালো হয়। যদি কোনো জায়গা খুব নোংরা বলে মনে হয়, তবে শুধু সেই জায়গাটি পানি দিয়ে পরিষ্কার করতে পারেন। এতে ফ্লোরের বাকি অংশ ঠাণ্ডা হওয়া থেকে রক্ষা পাবে এবং আপনার মেঝে পরিষ্কারও হবে।

কার্পেট ব্যবহার করুন 

শীতের মৌসুমে মেঝে গরম রাখার সবচেয়ে সহজ উপায় হলো তা ঢেকে রাখা। এ জন্য কার্পেট ব্যবহার করা যেতে পারে।

এ ছাড়া ঘরের অবশিষ্টে কোনো কাপড় থেকে কার্পেট তৈরি করে তা পাটের বস্তা দিয়ে ঢেকে রাখতে পারেন। এতে পা উষ্ণ থাকবে এবং শীতে ঠাণ্ডা অনুভব করবেন না।

জানালা বন্ধ রাখুন

ঠাণ্ডার সময়ে প্রবাহিত বাতাসে সবচেয়ে বেশি ঠাণ্ডা অনুভব হয়। এমন পরিস্থিতিতে যদি ঘরের জানালা খোলা থাকে, তাহলে যতটা সম্ভব বন্ধ রাখার চেষ্টা করুন। কারণ ঘরের ভেতরে ঠাণ্ডা বাতাস এলে ঘরের মেঝে আপনা-আপনিই ঠাণ্ডা থাকবে। এমন পরিস্থিতিতে মেঝে গরম রাখতে চাইলে জানালা বন্ধ রাখা জরুরি।

Leave a Reply

Translate »