আইকোনিক ফোকাস ডেস্কঃ এ বছর ভারতের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্রের নাম ‘কল্কি ২৮৯৮ এডি।’ আজ ২৭ জুন সিনেমাটি মুক্তি পেয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, বেশ ধামাকাদার আয় দিয়েই যাত্রা শুরু করতে চলেছে কল্কি। সঙ্গে পাচ্ছে দর্শক ও সমালোচকদের প্রশংসা।
তারকাখচিত সিনেমাটিতে রয়েছে তারার মেলা। প্রভাস থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, শাশ্বত চট্টোপাধ্যায়, কমল হাসান – কে নেই?দুর্দান্ত ভিজ্যুয়াল এফেক্ট ও বিশাল বাজেটে নির্মিত সিনেমাটিতে অভিনয়শৈলীতে যেমন মুগ্ধ করেছেন সবাই, তেমনি একেকজন পারিশ্রমিকও নিয়েছেন আকাশছোঁয়া। ৬০০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে কল্কি। যদিও আগেই জানা গিয়েছিল যে সমস্ত তারকারাই বিপুল অর্থ নিয়েছেন।
তবে কোন তারকা কত পারিশ্রমিক নিয়েছেন, তা জানা গেল টাইমস অফ ইন্ডিয়ার সাম্প্রতিক প্রতিবেদনে। ‘কল্কি ২৮৯৮ এডি’তে মুল ভূমিকায় দেখা যাবে প্রভাসকে। তার চরিত্রের নাম ভৈরব। তিনি এই সিনেমার জন্য ৮০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা যাচ্ছে।
এর আগে ১৫০ কোটি পারিশ্রমিক নেওয়া প্রভাস বক্স অফিসে একের পর এক ব্যর্থতার জন্য কল্কিতে নিজের পারিশ্রমিক কমিয়েছেন। নারী প্রধান চরিত্রে দীপিকা পাড়ুকোন নিয়েছেন ক্যারিয়ার সেরা পারিশ্রমিক ২০ কোটি রুপি। এটাই দীপিকার প্রথম তেলুগু প্রজেক্ট।
দীপিকার মতোই কমল হাসান এবং অমিতাভ বচ্চনও সিনেমাটিতে অভিনয় করার জন্য প্রত্যেকে ২০ কোটি রুপি নিয়েছেন বলে জানা যাচ্ছে। সিনেমাটিতে কমল হাসানকে দেখা যাবে কালি এবং অমিতাভকে দেখা যাবে অশ্বত্থামা চরিত্রে।
কল্কিতে অভিনয়ের জন্য দিশা পাটানি ২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা যাচ্ছে। তবে তার চরিত্রটি সম্পর্কে তেমন কিছুই প্রকাশ হয়নি।এদিকে, প্রথম দিনের আয়ে রীতিমতো রেকর্ড গড়তে যাচ্ছে ‘কল্কি ২৮৯৮ এডি।’ সিনেমাটি ইতোমধ্যে প্রথম দিনের জন্য ভারতে ১৯ লাখের বেশি টিকিট বিক্রি করেছে।
বাণিজ্য বিশ্লেষকদের মতে, বিশ্বব্যাপী ২০০ কোটির উদ্বোধনীয় আয় দিতে পারে সিনেমাটি। এর আগে প্রভাসের ‘সালার’ মুক্তির প্রথম দিন ১৭৫ কোটি রুপি আয় করেছিল।‘কল্কি ২৮৯৮ এডি’ পরিচালনা করেছেন নাগ অশ্বিন। অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানিসহ একাধিক তারকা।