শাকিবের ‘প্রিয়তমা’কে নিয়ে দুবাইয়ের মঞ্চে নিরব

আইকোনিক ফোকাস ডেস্কঃ গত বছর মুক্তি পেয়েছিল হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমাটি।  শাকিব খান অভিনীত এই সিনেমায় তার বিপরীতে ছিলেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। সিনেমাটি মুক্তির পর ইধিকা পালের জনপ্রিয়তা বেড়ে যায় কয়েকগুন। সবাই তাকে চেনেন শাকিবের নায়িকা হিসেবেই।

এবার এই নায়িকার সঙ্গে নাচলেন আরেক চলচ্চিত্র অভিনেতা নিরব। নাচার জন্য তারা বেছে নিয়েছেন ‘প্রিয়তমা’ সিনেমারই গান।

সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে আয়োজন করা হয়েছে বাঙালিদের উৎসব ‘বাংলা কার্নিভাল ২০২৪।’ গতকাল ২২ জুন আলোকজ্জ্বল শহরটির আজমাইন ইন্ডিয়ান অ্যাশোসিয়েশন হলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ইধিকা ও নিরব জুটির পারফর্ম উপভোগ করলেন স্থানীয় বাঙালিরা।

ইধিকার সঙ্গে নাচে অংশ নিয়ে নিরব বলেন, ‘শাকিব ভাইয়ের প্রিয়তমা একটি কালজয়ী গান। শাকিব ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন ইধিকা পাল। ইধিকার সঙ্গে মঞ্চে আমি পারফর্ম করলাম। প্রবাসী ভাই বোনেরা আমাদের দুজনকে বেশ ভালোভাবে গ্রহণ করেছেন, উপভোগ করেছেন তারা।

ইধিকা সম্পর্কে এ অভিনেতা বলেন, ‘ইধিকা অসাধারণ একজন মেয়ে। আমরা যখন নাচের অনুশীলন করছিলাম তখন সে আমাকে ভালোভাবে বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছিল। খুবই সহযোগিতাপূর্ণ মনোভাব তার।এদিকে ইধিকা বাংলাদেশের আরো বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন। দুই-একটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

অন্যদিকে, নিরবের মুক্তির অপেক্ষায় রয়েছে বেশকিছু ছবি।

Leave a Reply

Translate »