শাকিব বাংলা সিনেমার জন্য ডেডিকেটেড মানুষ: চঞ্চল চৌধুরী

আইকোনিক ফোকাস ডেস্কঃ ‘তুফান’ সিনেমার সমীকরণ যেন একটু অন্যরকমই। সিনেমাটি যে সুপারহিট তা একেকটি রেকর্ডে তার প্রমাণ মিলছে। ঘর থেকে শুরু করে পাড়ার মোড়, চায়ের দোকান সবখানেই শাকিব খানের সিনেমার গল্প। তবে এখানে বড় চমক হিসেবে দেখা মিলেছে প্রথমবার গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী স্ক্রিন শেয়ার করেছেন শাকিব খানের সঙ্গে। এ যেন পর্দায় এক দুর্দান্ত ধামাকা।

চারদিকে বইছে তুফানি ঝড়। সিনেমার গল্প, আর্টিস্টদের যুক্ত হওয়া। গানের শিল্পীদের এখানে অংশ নেয়ার অভিজ্ঞতা সেই সব খবরে মুখরিত বাংলার আকাশ বাতাস। এবার শাকিব খানকে নিয়ে কথা বললেন চঞ্চল চৌধুরী

মানুষ হিসেবে কেমন জানতে চাইলে চঞ্চল বলেন, ‘এর আগে উনার সঙ্গে দেখা হয়েছে কিন্তু খুব অল্প সময়ের জন্য। এবার আমাদের একসঙ্গে দুজনকে ভালোভাবে চেনার সুযোগ হয়েছে। শাকিব খান এক কথায় অসাধারণ একজন মানুষ। সেদিনের কথাই যদি বলতে হয় আমরা ‘তুফান’-এর সংবাদ সম্মেলনে গিয়েছিলাম আমাকে দেখেই উনি নিজের চেয়ার ছেড়ে অন্য চেয়ারে বসলেন আমার পাশে। খাবার অর্ডার দিলেন দুজনের জন্যই।

তিনি আরও বলেন, ‘শাকিব খান যে বড় মাপের অভিনেতা তা আমি আরও আগে থেকেই অনেক ডিরেক্টরকে বলে আসছি। উনি এফডিসি কেন্দ্রিক সিনেমার বাইরেও যে অসাধারণ করবেন তাও আমি বলেছি অনেকবার। ‘তুফান’ শাকিব খান ছাড়া আসলে বেমানানই হতো। এমনটা সিনেমাটির নির্মাতা রায়হান রাফী ও বলছে শুরু থেকেই।

‘তুফান’ এ সব শিল্পী সেরাটা দিয়েই অভিনয় করেছেন। নাবিলার এত সহজ-সুন্দর, স্বাভাবিক অভিনয় দর্শকের নজর কেড়েছে। ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, সালাউদ্দিন লাভলু প্রত্যেকেই দুর্দান্ত অভিনয় করেছেন। মিমি চক্রবর্তী ছিলেন বিশেষ আকর্ষণ। দুইটি গানেই তার প্রমাণ দেখিয়েছেন। বাংলা সিনেমার ইতিহাসে ‘তুফান’ মাইলফলক হয়ে গেল; এমনটাই মনে করছেন দর্শকরা।

Leave a Reply

Translate »