ঈদে বাবা শাকিব খানের কাছ থেকে যে উপহার পেল বীর

আইকোনিক ফোকাস ডেস্কঃ শাকিব খান ও শবনম বুবলীর একমাত্র সন্তান শেহজাদ খান বীর। চিত্রনায়িকার সঙ্গে বর্তমান সম্পর্ক ভালো না শাকিবের। তবে বাবা হিসেবে ছেলের সব দায়িত্ব পালন করেন এই অভিনেতা। সুযোগ পেলেই সন্তানের সঙ্গে সময় কাটান তিনি। দিন কয়েক আগেই উদযাপিত হলো পবিত্র ঈদুল আজহা।

বিভিন্ন উৎসব কিংবা উপলক্ষে ছেলেকে উপহার দিতেও দেখা যায় এই নায়ককে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বরাবরের মতোই ছোট্ট বীরকে উপহার পাঠিয়েছেন বাবা শাকিব।

সম্প্রতি দেশের একটি বেসরকারি চ্যানেলের সাক্ষাৎকারে ঈদে বাবা শাকিবের কাছ থেকে যে উপহার পেয়েছেন সেটা জানিয়েছেন মা বুবলী।

তিনি বলেন, নির্দিষ্ট কোনো উপহার নয়, বরাবরের মতোই বাবার কাছ থেকে উপহার-সালামি এসব পেয়েছেন ছেলে বীর। আসলে বাবা-ছেলের সম্পর্ক তো সারা জীবনের। সেখান থেকে উপহার দেওয়া-নেওয়া, সালামি এগুলো তো থাকেই।

শাকিব খানের কাছ থেকে বুবলী কোনো উপহার পেয়েছে কি না এমন প্রশ্নের জবাবে চিত্রনায়িকা বলেন, আমি যখন ওদের সুন্দর সেই মুহূর্ত দেখি, ওটাই আমার জন্য বড় উপহার। এসবের মাঝে হাজার উপহারও আমার কাছে কোনো বিষয় নয়। যখন ওই মুহূর্তটা খুব সুন্দর হয়ে যায়।

তিনি আরও বলেন, যেকোনো উৎসবে অনেক উপহার পায় বীর। যেমন ওর নানা-নানু, আমার বোনেরা, সবাই দেশের বাইরে থাকে। ওরা নানান ধরনের উপহার পাঠায়। সব মিলিয়ে অনেক উপহার পাওয়া হয় বীরের।

প্রসঙ্গত, ২০১৮ সালের সেপ্টেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব-বুবলী। দুই বছর পর তাদের সংসার আলো করে আসে পুত্রসন্তান বীর। তবে বর্তমানে আলাদা থাকছেন এই দম্পতি।

Leave a Reply

Translate »