নতুন নিয়ম-নতুন খেলা, অনিলের জাদুতে বিগ বস ওটিটি ৩য় সিজন শুরু

আইকোনিক ফোকাস ডেস্কঃ এ বছর বিগ বস ওটিটি একের পর এক চমক দিচ্ছে শুধু। শুরুতে সালমান খানের ছবি দিয়ে প্রথম পোস্টার প্রকাশ্যে আসা থেকে নতুন সিজনের ঘোষণা, এরপর শেষমুহূর্তে সঞ্চালক পরিবর্তন। ধীরে ধীরে প্রকাশ্যে আসে অনিল কপুর এই সিজনে সঞ্চালনার দায়িত্ব নেবেন। ইতিমধ্যে, প্রতিযোগীদের একটি তালিকাও অনলাইনে প্রকাশিত হয়েছে।

প্রথমবারের মতো বিগ বসের মঞ্চ সামলাবেন অনিল কাপুর। বিগ বস ওটিটি ৩’-এর প্রিমিয়ার শুক্রবার রাতে অর্থাৎ ২১ জুন শুরু হয়েছে। নির্মাতারা দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছেন চব্বিশ ঘণ্টা সাতদিনের সমস্ত মুহূর্ত তুলে ধরবেন। অনুষ্ঠানটি প্রতিদিন রাত ৯টায় প্রচারিত হবে।

বিগ বস ওটিটি’র তৃতীয় সিজনের প্রতিযোগী অভিনেতা রণবীর শোরে, লভ কাটারিয়া, সানা মকবুল, সাই কেতন রাও, পৌলমী পোলো দাস এবং মুনিশা খাতওয়ানি ‘বিগ বস ওটিটি ৩’-এ অংশগ্রহণ করেছেন। একইসঙ্গে শিবানী কুমারী, বিশাল পাণ্ডে, আরমান মালিক এবং তাঁর দুই স্ত্রী এবং সানা সুলতানের মতো সোশ্যাল মিডিয়া প্রভাবশালীরাও রয়েছেন। এছাড়াও জনপ্রিয় ইনফ্লুয়েন্সার চন্দ্রিকা দীক্ষিত, সাংবাদিক দীপক চৌরাসিয়া, র‌্যাপার নেজি এবং কুস্তিগীর নীরজ গোয়াতও বিগ বস ওটিটি হাউজে থাকছেন।

চলতি সিজনে অভিনেতা-অভিনেত্রী থেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সংগীতশিল্পী, সংবাদ জগৎ থেকে বিভিন্ন মাধ্যমের লোকেরা উপস্থিত থাকছেন যা এই সিজনকে আরও টানটান করে তুলবে বলে আশাবাদী সকলেই।এছাড়াও বিগ বস ভক্তরা মুখিয়ে রয়েছেন এটা দেখার জন্য যে সালমানের জায়গায় অনিল কাপুর কতটা জমাতে পারেন এই শো।

Leave a Reply

Translate »