মারজুকের সঙ্গে হাসানের গান, ”নানা নাতি” 

আইকোনিক ফোকাস ডেস্কঃ ঈদের আগে আগে প্রকাশ পেয়েছে র‌্যাপার আলী হাসান ও অভিনেতা এবং গীতিকবি মারজুক রাসেলের নতুন গান ‘নানা-নাতি’। গানটি প্রকাশের পর থেকেই দারুণভাবে লুফে নিয়েছেন দর্শক-শ্রোতা। সামাজিক মাধ্যমেও গানটি নিয়ে আলোচনা হয়েছে বেশ।নানা ও নাতির আবহমান বাংলার দুটি চরিত্রের কথোপকথন উঠে এসেছে এই গানে।

মারজুকের সঙ্গে পাল্লা দিয়ে গাওয়ার পাশাপাশি এটি লিখেছেন আলী হাসান নিজেই। মিউজিক করেছেন সচি শামস। দুজনকেই মডেল বানিয়ে মজার ভিডিওটি বানিয়েছেন জাকারিয়া হাসান মুন্না। এতে মারজুক রাসেলকে দেখা গেছে নানার গেটআপে, আর আলী হাসান সেজেছেন নাতি।

গানটি নিয়ে কথা হয় আলী হাসানের সঙ্গে। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘এটা হুট করেই করা। তবে গানটি লিখেছিলাম বেশ কিছুদিন আগে। বাজার পরিস্থিতি নিয়ে যখন গান করি তারও আগে।

এবার গানটি নতুন এলো। সবাই খুব পছন্দ করেছেন। অনেকেই প্রশংসা করেছেন। ভালো লাগছে।’মারজুক রাসেলের সঙ্গে কাজ করে কেমন লেগেছে জানতে চাইলে বলেন, ‘তিনি ভালো মানুষ।

একজন ভালো মানুষের লগে ভালো মানুষের দেখা হইছে। কাম হইছে। এইটাই শান্তির।সামনে কী কাজ করছেন জানতে চাইলে বলেন, ‘এখনই বলতে পারছি না। তবে বেশ কিছু বিষয় নিয়ে আলাপ চলছে। খুব দ্রুত জানাব।

উল্লেখ্য, ঈদ উপলক্ষে ‘নানা-নাতি’ নামের এই র‌্যাপ গান প্রকাশ হয়েছে ১৬ জুন রাতে। দুই দিনে গানটি ভাইরাল। যদিও গানটিতে মূলত উঠে এসেছে বাংলার অতীত ও বর্তমানের সামাজিক প্রেক্ষাপট। যেখানে নানা তুলে ধরেছেন তাদের সময়কার সামাজিক রীতিনীতি ও  জীবনমানের গল্প। আর নাতি তুলে ধরেছেন এই সময়ের চিত্র।

Leave a Reply

Translate »