অভিনেতা ডিপজলের বড় ভাই মারা গেছেন

আইকোনিক ফোকাস ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের প্রভাবশালী অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বড় ভাই হাজি মো. শাহাদাৎ হোসেন মারা গেছেন। শনিবার (১৫ জুন) তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ডিপজল নিজেই।

শনিবার (১৫ জুন) দুপুর পৌনে ১টার দিকে ফেসবুকে এক পোস্টে ডিপজল লিখেছেন, ‘হাজী মোহাম্মদ শাহাদাৎ হোসেন ( বাদশা ভাই) কিছুক্ষন আগে শ্যামলীর একটি হসপিটালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ….. রাজেউন)।

আল্লাহ যেনো উনাকে বেহেশত নসিব করেন।

এর আগে শুক্রবার (১৪ জুন) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল নিজের বড় ভাইয়ের সুস্থতা কামনায় ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘আমার বড় ভাই হাজি মো. শাহাদাৎ হোসেন (বাদশা ভাই ) ১৪ জুন ভোর ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, কল্যাণপুরে চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে লাইফ সাপোর্টে আছেন।

সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।

বর্তমানে চলচ্চিত্র ছাড়াও ব্যবসায় ব্যস্ত সময় কাটছে ডিপজলের। অনেক বছর পর ইজারা নিয়েছেন গাবতলী পশুর হাটের। এছাড়া তিনটি সিনেমা হল নিয়ে মাল্টিপ্লেক্স নির্মাণ করছেন বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Translate »