৭ হাজার ৮০৯ কোটি আয় করা ‘ডেমন স্লেয়ার’ ফ্র্যাঞ্চাইজির আবারও তৈরি করল নতুন ইতিহাস।

আইকোনিক ফোকাস ডেস্কঃ বিশ্বজুড়ে ঝড় তোলা জাপানের জনপ্রিয় অ্যানিমে ফ্র্যাঞ্চাইজি ‘ডেমন স্লেয়ার’ আবারও তৈরি করল নতুন ইতিহাস। নির্মাতা প্রতিষ্ঠান অ্যানিপ্লেক্স ও তোহোর সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, সিরিজটির নতুন চলচ্চিত্র ‘ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল-পার্ট ১’ ১০০ বিলিয়ন ইয়েনের বেশি আয় করে প্রথম জাপানি সিনেমা হিসেবে অনন্য রেকর্ড গড়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭ হাজার ৮০৯ কোটি টাকারও বেশি (প্রতি ইয়েন ০.৭৮ হিসেবে)।

তানজিরো কামাদোর শেষ লড়াইকে কেন্দ্র করে নির্মিত এই ছবিতে দেখানো হয়েছে দানবদের বিরুদ্ধে তার সংগ্রাম এবং তার বোনকে আবার মানুষে ফিরিয়ে আনার প্রচেষ্টা। তিন পর্বের পরিকল্পনার প্রথম চলচ্চিত্র এটি।

আগস্টে উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তির পর দর্শকদের বিপুল সাড়া পায় সিনেমাটি। গত শুক্রবার (১৪ নভেম্বর) এটি চীনে মুক্তি পেয়েছে। আন্তর্জাতিকভাবে এখন পর্যন্ত ৮ কোটি ৯১ লাখের বেশি দর্শক সিনেমাটি দেখেছেন।

জাপানের বক্স অফিসে আয় করা সিনেমার তালিকায় চলচ্চিত্রটি এখন দ্বিতীয় অবস্থানে। এর ওপরে রয়েছে করোনার সময় মুক্তি পাওয়া আগের ‘ডেমন স্লেয়ার’ সিনেমাটি, যা এখনও দেশটির সর্বকালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। তবে এই নতুন পর্ব ইতোমধ্যে স্টুডিও জিবলির ক্লাসিক ‘স্পিরিটেড অ্যাওয়ে’ (২০০১)–কে পেছনে ফেলেছে।

মূল গল্প লিখেছেন জনপ্রিয় কমিকস শিল্পী কোইয়োহারু গোটৌগে, আর অ্যানিমেশন নির্মাণ করেছে ‘উফোটেবল’। অসাধারণ চিত্রায়ণ, দ্রুতগতির যুদ্ধদৃশ্য এবং রঙিন অসীম প্রাসাদের ভিজ্যুয়াল-সব মিলিয়ে ছবিটি বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে।

মোট ২৩ খণ্ডের মাঙ্গা সিরিজ-তাই অন্যান্য দীর্ঘ জাপানি সিরিজের তুলনায় এটি ভিন্নধর্মী ও সংক্ষিপ্ত গল্পে জনপ্রিয়তা পেয়েছে। জাপানে অ্যানিমেশন দীর্ঘদিনের শীর্ষ বিনোদন মাধ্যম হলেও এখন এর জনপ্রিয়তা বিশ্বজুড়ে আরও বেড়েছে এবং ‘ডেমন স্লেয়ার’ সেই ব্যাপকতা নতুন করে প্রমাণ করল।

বাংলাদেশেও ছবিটি দেখা যাচ্ছে। মুক্তি দিয়েছে স্টার সিনেপ্লেক্স।

Leave a Reply

Translate »