আইকোনিক ফোকাস ডেস্কঃ তরুণ প্রজন্মের সংগীতশিল্পী শেখ সাদীর গানে মুগ্ধ শ্রোতারা। ইতোমধ্যে বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। শ্রোতাদের ভালোবাসায় ধীরে ধীরে ভারী তার দায়িত্বের পাল্লা। আর তাইতো ভিন্ন ঘরানার গানের সঙ্গে নিজেকে যুক্ত করছেন এই গায়ক।
এদিকে বেশ কয়েকদিন আগে নেটদুনিয়ায় চর্চা হয়েছে পরীমণি ও শেখ সাদীর প্রেমের গুঞ্জন। যদিও এ নিয়ে দুজনের পক্ষইবরাবরই সম্পর্কের কথা অস্বীকার করেছেন। তবে সোশ্যাল মিডিয়ায় তাদের বিভিন্ন ইঙ্গিতপূর্ণ পোস্ট রহস্য আরও বাড়িয়ে তুলে ছিল।
এদিকে, অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জনের মধ্যেই নতুন নতুন এক নারীর সঙ্গে দেখে গেল তরুণ গায়ককে। ওই নারীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে নিজের ফেসবুকে ছবি দুটো পোস্ট করেছেন শেখ সাদী।
সামাজিকমাধ্যমে ছবি দুটি পোস্ট করার পর নেটিজেদের কৌতূহলের অন্ত নেই। অনেকেই প্রশ্ন তাহলে কি পরীমনির সঙ্গে সম্পর্ক ভেঙে গেল। জান গেছে, ছবির তরুণীর নাম চাঁদ রানি দাস। যিনি ভারতীয় অভিনেত্রী, মডেল ও মিউজিশিয়ান।
ওই পোস্টের ক্যাপশনে সাদী লিখেছেন, শুভ জন্মদিন সুন্দরী চাঁদ রানি দাস।
এর উত্তরও দিয়েছেন ওই তরুণী। মন্তব্যের ঘরে লিখেছেন, ধন্যবাদ হ্যান্ডসাম।
নেটিজেনদের কেউ কেউ বলছেন, সাদীর নতুন গানের ভিডিওচিত্রের অংশ। তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জাননি।