মুসলিমদের বাড়ি ভাড়া দিই না’

আইকোনিক ফোকাস ডেস্কঃ হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা আলী গনি। জনপ্রিয় সিরিয়ালের পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করেছেন। এবার এই অভিনেতা জানালেন, মুসলিম হওয়ার কারণে বাড়ি ভাড়া পেতেন না। একটি পডকাস্টে হাজির হয়ে এমন অভিযোগ করেন ‘দ্য ইয়ে হ্যায় মহব্বতে’ তারকা।

ঘটনার বর্ণনা দিয়ে আলী গনি বলেন, কাশ্মীরি হিসেবে এই ইন্ডাস্ট্রিতে কখনো বৈষম্যের শিকার হইনি, তবে বাড়ি খুঁজতে গিয়ে হয়েছি। জেসমিন ও আমি বাড়ি খুঁজছিলাম। কিন্তু অনেক মানুষ আমাদের বাড়ি ভাড়া দিতে অস্বীকৃতি জানান। তারা বলেন, ‘মুসলিমদের বাড়ি ভাড়া দিই না।’ যারা এসব কথা বলেছেন তারা সবাই বয়স্ক মানুষ।

টিভি অভিনেত্রী জেসমিন ভাসিনের সঙ্গে সম্পর্কে রয়েছেন আলী গনি। ২০২০ সালে বিগ বসের ঘরে বন্ধুত্ব গড়ে উঠে তাদের। ২০২১ সাল থেকে চুটিয়ে প্রেম করছেন তারা। গত মাসে এ জুটির বিয়ের গুঞ্জন জোরালো হয়েছিল। যদিও তা অস্বীকার করেন জেসমিন।

টেলি চক্কর-কে দেওয়া সাক্ষাৎকারে জেসমিন বলেন, বিয়ের গুজব ছড়ানোর পর আমরা অনেক হাসাহাসি করেছি। বিয়ের সিদ্ধান্ত নিজেরাই ঘোষণা করব। ততদিন আমাদের নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ করছি। আপাতত আমাদের লক্ষ্য ক্যারিয়ার।

Leave a Reply

Translate »