আইকোনিক ফোকাস ডেস্কঃ টলিউডের সুপারস্টার দেব এবারও ভোটের মাঠে মন জয় করেছেন সবার। ফলাফল, টানা তৃতীয়বারের মতো নির্বাচনে জয় পেলেন এই তারকা।কলকাতা তথা পশ্চিমঙ্গের মানুষের কাছে তিনি রাজনীতিক দেবের থেকেও অনেক বেশি শ্রদ্ধেয়, ভালোবাসার পাত্র।
দশ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে টলিউড সুপারস্টার দেখিয়ে দিয়েছেন সৌজন্যতা কাকে বলে। যার ফলে তৃতীয়বারের মতো তাকে ভোট দিয়ে জয়ের মালা পরিয়েছে তার নির্বাচনী অঞ্চল-অর্থাৎ ঘাটাইলবাসী।
টলিউডের আরেক হিরো হীরণনকে হারিয়ে ঘাটাল চ্যাম্পিয়ন দীপক অধিকারী তথা দেব। ঘাটালের ঘরের ছেলেই হয়ে গেছেন দেব।
অতএব, আশা হোক আর ভরসা, দেবের প্রতিই আস্থা রেখেছে জনতা। দেব শুধু রাজনীতিবিদ নন, অনেকের স্বপ্নের নায়কও বটে! তিনি সেই ‘খোকাবাবু’, যিনি ‘চ্যালেঞ্জ’ নিতে ভালোবাসেন। সেটা সিনে পর্দায় হোক বা রাজনীতির ময়দানে। এবার তৃতীয়বার চ্যালেঞ্জ নিয়ে জিতে দেখালেন।
নির্বাচনে জয়ের পর নিজের প্রথম প্রতিক্রিয়া জানিয়ে দেব বলেন, ‘গত ৩ বছর আমার পেছনে সিবিআই লাগানো হয়েছিল।
ব্ল্যাকমেইল হতে হয়েছে আমাকে। যারা চোর, তাদের ধরুক। আমার ঘাটাল কেন্দ্রের মানুষ সব জবাব দিয়েছে। গোটা দেশ জবাব দিয়েছে। এই ক্রেডিট দিদির, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই জয়টা আমার দলের কর্মী-সমর্থকদের। দায়িত্ব আরো বাড়ল। ভারতবর্ষজুড়ে যেভাবে রেজাল্ট ওলটপালট হলো, ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হওয়ার পথ সুপ্রশস্ত হল।
এর পরই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিরন চট্টোপাধ্যায়কে উদ্দেশ করে দেব বলেন, ‘আমাকে জেতানোর নেপথ্যে বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায়েরও অবদান রয়েছে। উনি যেভাবে প্রচারের ময়দানে নোংরা রাজনীতি করেছেন, কুৎসা রটিয়েছেন, ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ সেটা ভালোভাবে নেয়নি। সেই জন্য এখানে তৃণমূলের ভোটের মার্জিনটা এ বছর বেড়েছে।
এবারের লোকসভা ভোটের আগে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত নির্বাচনে লড়েছেন দেব। দুই দশক ধরে আটকে থাকা ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করার জন্যই ফের নির্বাচনী লড়াইয়ে নেমেছিলেন এই টলিউড সুপারস্টার। বাংলার মাঠেঘাটে তৃণমূলের একনিষ্ঠ সৈনিক হিসেবে প্রচারে ঝড়ও তুলেছেন। যে ম্যাজিক এবার ভোটবাক্সেও পরিলক্ষিত হলো। আরো একবার ভূমিপুত্র দেবকেই বেছে নিলেন ঘাটালের বাসিন্দারা।