চক্করে মোশাররফ করিমের‘কাউয়া কমলা খাইতে জানে না’!

আইকোনিক ফোকাস ডেস্কঃ একটি প্রমোদতরীতে আঞ্চলিক ভঙ্গিতে জমেছে গানের আসর। ভাসমান সেই তরীটিই টার্গেট গোয়েন্দা পুলিশের। যেখানে সাঙ্গপাঙ্গসহ লুকিয়ে আছে অপরাধী। আসরের মধ্যমণি সুমন আনোয়ার! অনেক কাঠখড় পুড়িয়ে ভাসমান সেই জাহাজটিতে উঠেন ‘চক্কর’-এর মূল গোয়েন্দা মোশাররফ করিম!

নেট দুনিয়ায় ঢু মারলেই আজকাল চোখে পড়ছে মোশাররফ করিমের ‘কাউয়া কমলা খাইতে জানে না’ গানটির ছোট ছোট ক্লিপ। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা ‘চক্কর ৩০২’। নতুন এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নির্মাতা-অভিনেতা শরাফ আহমেদ জীবনের। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। 

কিছুদিন আগে সিনেমাটির টিজার প্রকাশ করেছেন নির্মাতা যা নেট দুনিয়ায় ঝড় তুলেছে । এবার  এলো ‘চক্কর ৩০২’-এর প্রথম গান ‘কাউয়া কমলা খাইতে জানে না’। লোকসংগীতের ধাঁচে গাওয়া মাতাল রাজ্জাক দেওয়ানের কৌতুকপূর্ণ কথার এই গানটির মাধ্যমে ‘চক্কর’-এর কিছুটা আবহ ফুটিয়ে তুলেছেন নির্মাতা। আর গানটি লুফে নিচ্ছেন সঙ্গীত প্রেমীরা । 

‘কাউয়া কমলা খাইতে জানে না’ গানটি নিয়ে নির্মাতা শরাফ আহমেদ জীবন বলেন, ‘এই কাউয়া সেই কাউয়া না। এই কাউয়া আকাশে উড়ে না, বাতাসে নড়ে না—এটা আপনার-আমার অন্তরে থাকে আর কা কা করে!’

২০২১-২২ অর্থবছরে ‘চক্কর’ সিনেমার জন্য সরকারি অনুদান পান শরাফ আহমেদ জীবন। ছবিতে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দীনার, রওনাক হাসান, সুমন আনোয়ার, রীকিতা নন্দিনী শিমুসহ আরো অনেকে । 

Leave a Reply

Translate »