ঈদে মুক্তি পাচ্ছে ধীমন বড়ুয়া-সামিরার ‍‍`তুমি কি করে‍‍`

আইকোনিক ফোকাস ডেস্কঃ আসছে পবিত্র ঈদুল ফিতরের ঠিক আগের দিন মুক্তি পাবে ঢাকা কমিউনিকেশনের ব্যানারে মিউজিক্যাল ফিল্ম ‌‘তুমি কি করে’। 

কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির চিত্রায়ন হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন নির্ঝর চৌধুরী, গানটি লিখেছেন মাহবুব রহমান, সুর ও সঙ্গীত আয়োজনে ছিলেন মিনহাজ জুয়েল, গানটির ভিডিও গল্প চিএনাট‍্য ও পরিচালনা করেছেন তরুণ মেধাবী নির্মাতা রেজাউল হক রাজা। মডেল হিসেবে কাজ করেছেন ধীমন বড়ুয়া ও সামিরা ইসলাম।

গানটির শিল্পী নির্ঝর চৌধুরী বলেন, তুমি কি করে গানটি সব দিক থেকে দর্শকদের মন ছুঁয়ে যাবে এবং দর্শক শ্রোতা অল্প সময়ে একটি সিনেমা দেখবে।

গানটির পরিচালক রেজাউল হক রাজা বলেন, আমি সবসময় চেষ্টা করি দর্শকদের ভিন্ন কিছু উপহার দেওয়ার। সেই ধারাবাহিকতায় সম্পূর্ণ সিনেমার আদলে একটি মন ছুঁয়ে যাওয়ার গল্প নিয়ে খুব যত্ন সহকারে অক্লান্ত পরিশ্রমের মধ‍্য দিয়ে নির্মান করেছি গানটি। আশা করছি দর্শক গানটি দেখে মুগ্ধ হবে। আর গানটি দর্শকদের ভালো লাগলেই আমাদের ‘তুমি কি করে’ পুরো টিমের স্বার্থকতা।

Leave a Reply

Translate »