মধুমিতা সিনেমা হল নিয়ে নতুন সিদ্ধান্ত

আইকোনিক ফোকাস ডেস্কঃ ৫৬ বছরের ঐতিহ্যবাহী মধুমিতা হল। পর্যাপ্ত সিনেমা না থাকায় লোকসান গুনতে হচ্ছে কর্তৃপক্ষের। আর তাই প্রেক্ষাগৃহটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। তবে এ সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন মধুমিতার কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, পরিচালনা পর্ষদের সবাই মিলে মধুমিতা হল নিয়ে কয়েক দফা আলোচনা করেন। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নেন যে, আপাতত সিনেমা হল বন্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তাতে যাচ্ছেন না তারা। আমরা যদি সিনেমা হল বন্ধ করি, তাহলে সংবাদ সম্মেলন করে সবাইকে জানাব।

এর আগে, হল বন্ধের সিদ্ধান্ত জানিয়ে নওশাদ বলেছিলেন, দুই মাস ধরে হল বন্ধ রয়েছে। আর কোনোভাবে  চালানো সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে। অন্তর্বর্তী সরকারও তো কিছু করছেন না। মাসের পর মাস লোকসান দিয়ে চালাচ্ছি।

আরও বলেছিলেন, এভাবে তো চলতে পারে না। যার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছি। ৫৬ বছর ধরে সিনেমা চালাচ্ছি কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। বন্ধ করেই দিতে হচ্ছে। রোজার ঈদে সিনেমা চালাব, কোরবানি ঈদেও চালাতে পারি এরপর একেবারে বন্ধ করে দেব।

সবশেষে মধুমিতার কর্ণধার বলেছিলেন, এটা ভেঙে এখানে কমার্শিয়াল বিল্ডিং করা হতে পারে। যদি সেরকম কিছু হয় তাহলে আমার তো ইচ্ছে আছে এখানে মাল্টিপ্লেক্স করার। 

প্রসঙ্গত, ঢাকার অন্যতম প্রাচীন সিনেমাহল মধুমিতা। ১৯৬৭ সালের ১ ডিসেম্বর হলটি উদ্বোধন করেছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খান।

Leave a Reply

Translate »