অভিনয়কে বাদ দিয়ে ইসলামে মনোযোগ তামিম মৃধার

আইকোনিক ফোকাস ডেস্কঃ ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা তামিম মৃধা। অভিনেতার পাশাপাশি তিনি ইউটিউবার এবং গায়ক হিসেবেও পরিচিতি। নতুন খবর হলো তামিম মৃধা অভিনয়কে বিদায় জানিয়ে ইসলামে মনোযোগী হয়েছেন।

তামিমের বড় ভাই সাকিব এম তালহা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তালহা লিখেছেন, আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন।

আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন উল্লেখ করে তিনি বলেন, আশা করি আপনারা তাকে (তামিম) সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।

এদিকে নেটিজেনরা তামিমমে শুভেচ্ছা জানিয়েছেন। নাসির আরফাত লিখেছেন, এটা একটি সাহসী পদক্ষেপ, মাশাল্লাহ।’ আরেকজনের ভাষ্য, ‘মাশাআল্লাহ। সর্বশক্তিমান আল্লাহ তোমার ওপর রহমত বর্ষণ করুন, তামিম।

Leave a Reply

Translate »