হাসপাতাল থেকে ছাড়া পেলেন সাইফ, ফিরলেন অন্য বাড়িতে

আইকোনিক ফোকাস ডেস্কঃ বাড়িতে ঢুকে সাইফ আলী খানকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হামলার পর গুরুতর জখম অবস্থায় দ্রুত তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে সেখানে পাঁচদিন চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা।

জানা গেছে, আগামী সাতদিন সাইফকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি ইনফেকশন এড়াতে কোনো ভিজিটর অনুমতি না দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে তাকে।

সাইফের ওপর হামলার অভিযোগে বান্দ্রা থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় গত ১৯ জানুয়ারি মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ ওরফে বিজয় দাস নামে একজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। আদালত তাকে পাঁচদিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। ওই সময় অভিনেতাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর জখম অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে সাইফের শরীর থেকে ২-৩ ইঞ্চি একটি ধারালো বস্তু বের করেছেন চিকিৎসকরা।

Leave a Reply

Translate »