আইকোনিক ফোকাস ডেস্কঃ বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর ছুরিকাঘাতের হামলার ঘটনায় তোলপাড় গোটা ভারত। ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ শরীফ উল ইসলাম শেহজাদকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশ।
এদিকে, ছুরিকাঘাতে যখন কাতরাচ্ছিলেন সাইফ আলী খান তখন ছুটে আসেন তার বড় ছেলে ইব্রাহিম আলী খান। গভীর রাতে বাবাকে নিয়ে ছোটেন হাসপাতালে। তারপর থেকেই পরিবারের পাশে আছেন সাইফপুত্র। এবার বাবার অসুস্থতার কারণে নিলেন বড় সিদ্ধান্ত।
কুণাল দেশমুখ পরিচালিত দীনেশ ভিজান প্রযোজিত ‘দিলার’ ছবিতে দেখা যাবে ইব্রাহিমকে। শুরু হয়েছিল ছবির শুটিং। এরমধ্যে সাইফ আলী খান জখম হওয়ায় ইব্রাহিম থামিয়ে দেন কাজ।
প্রাথমিকভাবে শোনা যায়, দুদিনের মতো কাজ বন্ধ ছিল তার। যদিও সাইফ একটু ঠিক হতেই নাকি কাজে ফেরার কথা তার। তবে এরমধ্যে ইব্রাহিম শুটে ফিরেছেন কি না, সে খবর নিশ্চিত করতে পারেনি ভারতীয় সংবাদমাধ্যম।
‘দিলার’ দিয়ে বলিউডে নাম লেখাচ্ছেন ইব্রাহিম। খবরটি ছড়াতেই হয়েছিল ভাইরাল। সাইফ অনুরাগীরা মুখিয়ে ছিলেন ইব্রাহিমের অভিষেকের। তবে ছোট নবাবের অসুস্থতায় তা যেন থমকে গেল।
প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। ওই সময় অভিনেতাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর জখম অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে সাইফের শরীর থেকে ২-৩ ইঞ্চি একটি ধারালো বস্তু বের করেছেন চিকিৎসকরা। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা।