আইকোনিক ফোকাস ডেস্কঃ দক্ষিণী সিনেমার অভিনেতা যশ। ‘কেজিএফ’ সিনেমায় দারুণ সাফল্যে নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি। ভারতজুড়ে রয়েছে তার অসংখ্য ভক্ত-অনুরাগী। বুধবার (৮ জানুয়ারি) এই তারকার জন্মদিন ছিল। এর এই বিশেষ দিনে ভিন্ন এক লুকে দর্শকদের সামনে হাজির হলেন তিনি।
ঠোঁটে চুরুট, মাথায় হ্যাট, লম্বা দাঁড়িতে ক্যাসিনো দেখা গেল ‘কেজিএফ’ তারকা যশকে। এরপরের দৃশ্যের জন্য প্রস্তত ছিলেন না নেটিজেনরা। এক সুন্দরীকে কোলে বসিয়ে যশ তার গায়ে ঢেলে দিচ্ছেন মদ। বিশেষ দিনে এভাবেই ধরা দিলেন যশ। তবে এটি তার বাস্তবজীবনের অংশ না। জন্মদিনে প্রকাশ পেয়েছে তার নতুন সিনেমা ‘টক্সিক’-এর টিজার। এক মিনিটের সে ভিডিওতে এমন অবতার যশের।
বছরের শুরুতে ধুন্ধুমার অ্যাকশন সম্বলিত এমন অবতার দেখে শোরগোল নেট দুনিয়ায়। ছবির নায়িকা হিসেবে কিয়ারা আদভানীর কথা শোনা যাচ্ছে। তবে শুরুতে নাম উঠেছিল কারিনা কাপুরের। কিন্তু ডেট নিয়ে সমস্যার কারণে বেবো ফিরিয়ে দেন ছবিটি। গীতু মোহনদাসের পরিচালনায় ছবিটি চলতি বছর মুক্তির কথা রয়েছে।
গত বছর যশের এই ছবির শুটিং নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। সিনেমার শুটিংয়ের জন্য বেঙ্গালুরুর পেনিয়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলের শতাধিক গাছ কাটা হয়েছে। এমন অভিযোগে সরব হন কর্ণাটকের পরিবেশ মন্ত্রী ঈশ্বর ভীমান্না ছবির প্রযোজকদের বিরুদ্ধে এফআইআরও নাকি করা হয়েছিল ২০২৪ সালের নভেম্বর মাসে। তবে শেষমেশ আর কিছু শোনা যায়নি এ বিষয়ে।