বছরের শুরুতেই সুখবর দিলেন হিমি-নিলয়

আইকোনিক ফোকাস ডেস্কঃ ছোট পর্দার বর্তমান সময়ের দুই প্রিয় মুখ নিলয় আলমগীর ও জান্নাত আক্তার হিমি। নাটকে একসঙ্গে কাজ করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। এবার নতুন বছরের শুরুতেই নতুন খবর দিলেন তারা।

অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কি পাগলামি? নাকি সমাজের প্রচলিত নিয়মের বাইরে গিয়ে ভিন্নভাবে ভাবা মানেই সাইকো হওয়া? এমনই এক ব্যতিক্রমী ভাবনার নাটক ‘পাগলের সুখ মনে মনে’। নাটকটিতে ফের একসঙ্গে কাজ করেছেন হিমি ও নিলয়।

সুস্ময় সুমনের চিত্রনাট্যে ‘পাগলের সুখ মনে মনে’ নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা শাহনেওয়াজ রিপন। তবে গল্পের মূল ভাবনায় নিজের মুনশিয়ানা দেখিয়েছেন নির্মাতা নিজেই।

নাটকটিতে সমাজের নিয়ম আর মানবিকতার লড়াই ফুটে উঠেছে। কালবেলা ড্রামা চ্যানেলের প্রথম নাটক হিসেবে নতুন বছরের প্রথম দিনেই প্রকাশিত হয়েছে।

নাটকের চরিত্রটি সমাজের প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হিসেবে প্রকাশ করে নিলয় বলেন, এই গল্পে আমাকে একপ্রকার পাগল বলতে পারেন। কারণ, আমি সবকিছুতে প্রতিবাদ করি। যেমন ধরুন কেউ গাছের পাতা ছিঁড়ুক বা রাস্তায় বসে থাকা কুকুরকে লাথি দিক, সবকিছুতেই আমি বাধা দিই। এই গল্পের মাধ্যমে আমরা এমন একটা বার্তা দিতে চাই, যা আমাদের সমাজের অনেক অসঙ্গতির চোখ খুলে দেবে।

নতুন নাটকটি নিয়ে হিমি বলেন, গল্পের কেন্দ্রবিন্দু নিলয় হলেও আমার চরিত্রে আবেগের একটি গভীরতা রয়েছে যা দর্শকদের মন ছুঁয়ে যাবে।নিলয়-হিমি ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন তানজিম হাসান অনিক, সিয়াম নাসির, স্নেহাসহ অনেকেই।

Leave a Reply

Translate »