দিনশেষে কিছুই লিখতে পারিনা শুধু চোখ ভিজে আসে: দিঘী

আইকোনিক ফোকাস ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি, দীর্ঘ ১৩ বছর আগে মা অভিনেত্রী দোয়েলকে হারিয়েছেন তিনি। মায়ের মৃত্যুর সময় খুবই ছোট ছিলেন দীঘি। তবে এতদিন পরও সেই মায়ের কথা মনে করে কেঁদে উঠেন তিনি। মাকে নিয়ে স্মৃতিচারণ করে সে কথাই জানালেন দীঘি।

শনিবার (২৯ ডিসেম্বর) অভিনেত্রী দোয়েলের ১৩ তম মৃত্যুবার্ষিকী। এদিন মায়ের কথা স্মরণ করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন দীঘি। মা হারানোর কষ্টের কথা ফুটে উঠেছে সেই স্ট্যাটাসে।

আবেগঘন স্ট্যাটাসে দিঘী লিখেন, আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি, মা। ১৩ বছর কাটিয়ে দিলাম, আরো কতোটা বছর যে কাটাতে হবে ! সময় কখনো থেমে থাকে না…. কিন্তু প্রতিনিয়ত তোমাকে আমি অনেক মিস করি মাম্মি। এতকিছু লিখতে চাই কিন্তু দিনশেষে কিছুই লিখতে পারিনা শুধু চোখ ভিজে আসে….. অনেক অনেক বেশি তোমাকে ভালোবাসি। সবাই আমার মা’র জন্য দোয়া করবেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়নী সাগীরা।

দিঘীর সেই স্ট্যাটাসের মন্তব্যবের ঘরে তার মামা ভিক্টর লিখেছেন, আল্লাহ আমার বোনকে বেহেশত নসিব করুক।

এদিকে গোলাম শাহরিয়ার কবির নামে একজন মন্তব্য করেছেন, আপনার অনুভূতিগুলো সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। মা’র প্রতি আপনার ভালোবাসা এবং মিস করার ব্যথা খুবই গভীর। আমরা সবাই মায়ের স্নেহের ঋণ কখনো শোধ করতে পারব না। আমি আন্টির জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আপনাকে এই শূন্যতা কাটিয়ে উঠার শক্তি দেন। আপনি শক্ত থাকুন, মা’র স্মৃতিগুলোই আপনার জীবনের অনুপ্রেরণা হয়ে থাকবে।

Leave a Reply

Translate »