কারিশমাকে বন্ধুর বিছানায় পাঠাতে চেয়েছিল প্রাক্তন স্বামী!

আইকোনিক ফোকাস ডেস্কঃ বলিউডের নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর। ক্যারিয়ারে অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন তিনি। অভিনেত্রীর ক্যারিয়ার ঠিক যতটা বর্ণিল, ব্যক্তিগত জীবনও ঠিক ততটাই সমালোচনায় ভরপুর।

বচ্চন পরিবারের বউ হওয়া হয়নি কারিশমার। দীর্ঘদিন অভিনেতার সঙ্গে সম্পর্কে থাকার পর বিয়ে পর্যন্ত গড়িয়েছিল, কিন্তু শেষমেশ আর সাত পাকে বাঁধা পড়েননি তারা। শোনা যায়, কারিশমার মায়ের আস্থা ছিল না অভিষেকের ওপর। সে কারণেই বাগদান হলেও জোর করেই বিয়ে ভেঙে দেন।

পরে ২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেছিলেন কারিশমা। কিন্তু অভিনেত্রীর সে সংসার সুখের হয়নি। স্বামী এবং শশুরবাড়ির নির্যাতন সহ্য না করতে পেরে দাম্পত্য জীবনের ইতি টানেন কারিশমা। ২০১৪ সালে বিচ্ছেদের আবেদন করেন তারা।

২০১৬ সালে স্বামীর বিরুদ্ধে কিছু অভিযোগ তোলেন কারিশমা। অভিনেত্রীর অভিযোগ করেন— সঞ্জয়ের সঙ্গে সে সময় হানিমুনে ছিলেন তিনি। আচমকাই সঞ্জয়ের কিছু বন্ধু হাজির হন সেখানে। স্ত্রীকে বাজি রাখেন সঞ্জয়।

জানা গেছে, বাজি হারতেই প্রিয় বন্ধুর সঙ্গে স্ত্রীকে ভাগ করে নিতেও এতটুকু সংকোচবোধ হয়নি তার। কারিশমাকে নিজের বন্ধুর সঙ্গে বিছানায় যেতে জোর করেন সঞ্জয়। তবে কারিশমা রাজি হননি। প্রতিবাদ করতেই অভিনেত্রীকে মারধর করেন তার স্বামী।

অন্যদিকে সঞ্জয় অভিযোগ করেছিলেন, কারিশমা নাকি কোনোদিন তাকে ভালোবাসেননি। স্রেফ টাকার জন্য বিয়ে করেছিলেন। কারিশমা চুপ থাকেননি। জানিয়েছিলেন, তিনি তখন অন্তঃসত্ত্বা। শাশুড়ির আনা এক পোশাক অভিনেত্রীর শরীরে কিছুতেই ফিট হচ্ছিল না। সে সময় স্বামী সঞ্জয়কে তার গায়ে হাত তুলতে বলেন শাশুড়ি।

Leave a Reply

Translate »