মাকে নিয়ে পূজা চেরির আবেগঘন পোস্ট

আইকোনিক ফোকাস ডেস্কঃ সন্তানদের একমাত্র শান্তির জায়গা মায়ের ডানা। যেখানে নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করে সন্তানরা। মায়ের পরম যত্নে বেড়ে ওঠে ছোট্ট শিশুটি। মায়ের সঙ্গেই মন খুলে কথা বলা যায়, হাসিতে মেতে ওঠা যায়, সব শেয়ার করা যায়। যার মা আছে সে পৃথিবীর ধনী ব্যক্তি। কারণ মা ছাড়া পুরো পৃথিবীটাই যেন শূন্য।

চলতি বছরের ২৪ মার্চ মাকে হারান ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি। মাকে হারিয়ে পূজা চেরি যেন একা হয়ে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাকে নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।আবেগঘন পোস্ট দিয়ে পূজা চেরি মাকে পাশে থাকার কথা উল্লেখ করে লিখেছেন, মামুনি তোমার কথা অনেক বেশি মনে পরছে। থেকো কিন্তু আমার সাথে মা।

সেই পোস্টের কমেন্ট বক্সে সাংবাদিক মাকসুদুল হক ইমু নামে একজন লিখেছেন, আন্টির আশির্বাদ সবসময় তোমার সাথে আছে এটা আমি বিশ্বাস করি।একজন নেটিজেন লিখেছেন, আমার বিস্বাস। আন্টি যে ছায়ায় ও মায়ায় মেখে রাখতো তোমাকে,সে কখনো দূরে থাকতে পারেনা অবশ্যই তিনি ছিলেন আছেন থাকবেন।

প্রসঙ্গত, ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে রুপালি জগতে আত্মপ্রকাশ করেন পূজা। পরবর্তীতে ২০১৮ সালে ‘নূর জাহান’র মাধ্যমে বড় পর্দায় নায়িকা চরিত্রে অভিষেক হয় তার। এরপর রায়হান রাফীর পরিচালনায় ‘পোড়ামন টু’ দিয়ে দর্শক মহলে জায়গা করে নেনে তিনি। একই বছর মুক্তি পাওয়া রাফীর দহন সিনেমায়ও ছিলেন তিনি। ছয় বছর পর ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজ দিয়ে রাফীর পরিচালনায় ফিরলেন পূজা। আগামী ২ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে সিরিজটি।

Leave a Reply

Translate »