আইকোনিক ফোকাস ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় এক সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনায় এসেছিলেন ফারজানা সিঁথি। শুধু তাই নয়, সেই আন্দোলনের নানান সময়ে তাকে দেখা গেছে নানান ভূমিকায়। ফলে ভাইরাল কন্যা হিসেবেই পরিচিত পান তিনি।
এবার এই ভাইরাল কন্যা জীবনসঙ্গী হিসেবে রাজনীতিবিদ বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছেন ফারজানা সিঁথি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে উপস্থাপকের প্রশ্নের জবাবে পাত্র হিসেবে রাজনীতিবিদ পছন্দ বলে জানান তিনি।
ফারজানা সিঁথি বলেন, আমি ব্যক্তিগতভাবে খুবই একজন অরাজনৈতিক ব্যক্তি। আমার কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা নেই।
তিনি আরও বলেন, যদিও বিয়ে করার পরিকল্পনা আগামী পাঁচ বছরেও নাই। যদি করিও তাহলে রাজনীতিবিদকে করবো কেননা, রাজনীতিবিদের দেশকে নিয়ে সরাসরি কাজ করার জায়গা থাকে। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থ রক্ষার্থে কাজ করে, তাই রাজনীতিবিদ চয়েজ করব।
এদিকে, দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের নতুন একটি গানের মডেল হয়েছেন সিঁথি। মিউজিক ভিডিওতে তার সঙ্গে সহমডেল কাজ করেছেন শেখ সাদী।