অস্কারের দৌড় থেকে ছিটকে গেলেন ইমন

আইকোনিক ফোকাস ডেস্কঃ অস্কার মানেই জমকালো আয়োজন। প্রতি বছর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসে অস্কারের আসর। তারই ধারাবাহিকতায় ২০২৫ সালের ২ মার্চ বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে ৯৭তম আসরের পুরস্কার। সব তারকারই স্বপ্ন থাকে অস্কার জয়ের। ব্যতিক্রম নন কলকাতার গায়িকা ইমন চক্রবর্তী। প্রাথমিক পর্যায়ে নির্বাচিত হয়েছিল তার একটি গানও। কিন্তু অস্কারের মঞ্চে যাওয়া হলো না গায়িকার।

এবার অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় প্রাথমিক পর্যায়ে নির্বাচিত হয় ৮৯টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য নির্বাচিত হয়েছে মোট ১৪৬টি গান। সেই তালিকাতেই জায়গা পেয়েছিল ইমনের ‘ইতি মা’গানটি।

অস্কারের তালিকায় নাম ওঠার পর থেকেই ব্যাপক আলোচনায় ছিলেন এই গায়িকা। বাংলা গান অস্কারে মনোনীত হওয়ায় ভীষণ উচ্ছ্বসিত শিল্পী নিজেও। তবে সেই আনন্দ আর পূর্ণতা পেল না। অস্কারের দৌড় থেকে ছিটকে গেলেন ইমন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ৯৭তম অস্কারের ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। আর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পায়নি ইমনের গানটি।

বুধবার (১৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে দুঃসংবাদটি নিজেও জানিয়েছেন আমন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ইতি মা, অস্কারের শ্রেষ্ঠ ১৫টি গানের মধ্যে জায়গা পায়নি।

ইমনের এই পোস্ট দেখেই বোঝাই যাচ্ছে, মন ভেঙেছে গায়িকার। তাই মন্তব্যের ঘরে তাকে সান্ত্বনা দিচ্ছেন অনুরাগীরাও। কেউ বলছেন, সামনে আরো ভালো দিন আসছে। কেউ বলছেন, একদম আক্ষেপ করার নেই। ভালো কিছু ঘটবেই।

প্রসঙ্গত, ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের ‘পুতুল’ সিনেমায় ব্যবহার করা হয়েছে ইমনের ‘ইতি মা’ গানটি। অনির্বাণ ভট্টাচার্যের কথায় গানটির সংগীত করেছেন সায়ান গাঙ্গুলি। এই প্রথম অস্কারের দৌড়ে শামিল হয়েছিল কোনো বাঙালি গায়িকার গান। তবে দীর্ঘ হয়নি সেই দৌড়। যাত্রা শুরুর আগেই ভেঙে গেল ইমনের স্বপ্ন।

Leave a Reply

Translate »