পুষ্পা টু’ দেখে জিতের পোস্ট, জবাবে কী বললেন আল্লু অর্জুন?

আইকোনিক ফোকাস ডেস্কঃ  গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘পুষ্পা টু’। মুক্তির পর থেকেই বক্সঅফিসে ঝড় তোলার পাশাপাশি সিনেমাপ্রেমীদের প্রশংসাও কুড়াচ্ছে এটি। এবার আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’দেখে ভূয়সী প্রশংসা করলেন কলকাতার সুপারস্টার জিৎ।

সোমবার (৯ ডিসেম্বর) মাইক্রোব্লগিং সাইট এক্সে সিনেমাটির প্রশংসা করে একটি পোস্ট দেন তিনি। ক্যাপশনে ‘পুষ্পা টু’ দেখার অভিজ্ঞতা জানিয়ে অভিনেতা লিখেছেন ‘পুষ্পা টু’দেখলাম, সত্যিই অভিভূত হয়েছি আমি। আল্লু অর্জুনসহ প্রত্যেকে অসাধারণ কাজ করেছেন। আল্লু অর্জুন আবারও প্রমাণ করলেন, তিনিই দেশ সেরা। পাশাপাশি সিনেমাটির পরিচালক ও লেখক সুকুমারেরও প্রশংসা করেন অভিনেতা।

এদিকে জিতের এই পোস্ট নজর এড়ায়নি আল্লু অর্জুনেরও। ধন্যবাদ জানিয়ে পাল্টা পোস্ট দিয়েছেন তিনি। অভিনেতা লেখেন, জিৎ গারু (‘গারু’শব্দের বাংলা অর্থ— দাদা)। প্রশংসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সিনেমাটি যে আপনার ভালো লেগেছে, তা জেনে সত্যিই ভীষণ খুশি আমি। আপনার ভালোবাসায় আমি ধন্য।

‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। সিনেমায় পুলিশের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্সও দাগ কেটেছে দর্শকদের।

‘পুষ্পা টু’প্রথমটির চেয়ে আরও বেশি চমকপ্রদ হবে বলে আগেই আশ্বাস দিয়েছিলেন নির্মাতারা। বাজেটও আনেন পরিবর্তন। প্রথম সিনেমার তুলনায় যা দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’র বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার তা ৪০০-৫০০ কোটি রুপি।

মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’। দুই বছরের বেশি সময় ধরে শুটিং হয়েছে সিনেমাটির। এতে আল্লু অর্জুন, রাশমিকা এবং ফাহাদ ফাসিল ছাড়া আরও অভিনয় করেছেন, রাও রমেশ, জগদীশ প্রতাপ বান্দারি, শ্রীতেজ, সুনীলসহ প্রমুখ।

Leave a Reply

Translate »