শাহরুখের ছবির গানে পারফর্ম করলেন ডুয়া লিপা!

আইকোনিক ফোকাস ডেস্কঃ শাহরুখ খানের সিনেমার গানে পারফর্ম করে শ্রোতা-দর্শকদের তাক লাগিয়ে দিলেন ব্রিটিশ গায়িকা, গীতিকার ও মডেল ডুয়া লিপা। অভিনেতার গান ‘ও লাড়কি জো’ গানটি গেয়ে মঞ্চ মাতালেন এই গায়িকা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতেই আবেগে ভাসছেন শাহরুখ ভক্তরা। বাদ যাননি কিং খানের কন্যা সুহানাও।গত ৩০ নভেম্বর মুম্বাইতে ছিল ‘জোম্যাটো ফিডিং ইন্ডিয়া’ কনসার্ট। সেখানে ডুয়া লিপার লেভিটেটিং গানটির সঙ্গে শাহরুখ খানের বাদশা সিনেমার ‘ও লাড়কি জো’ গানটির ম্যাশাপ বাজান।

সেই পারফর্মেন্সের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওটি শেয়ার করেছেন শাহরুখ কন্যা সুহানা। সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ও নাচের ইমোজি।

এর আগে, ২০১৯ সালে ডুয়া লিপা যখন ভারতে আসেন তখন শাহরুখ খানের সঙ্গে দেখা করেন তিনি। সে সময় কিং খানের সঙ্গে পোজ দিয়ে ছবিও তোলেন গায়িকা। শাহরুখ সেই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছিলেন, ‘আমি নতুন শর্তে বাঁচতে শিখলাম। আর সেটা ডুয়া লিপার থেকে ভালো কার থেকেই বা শিখতে পারতাম?

Leave a Reply

Translate »