আইকোনিক ফোকাস ডেস্কঃ শুরু হয়েছে বাঙালির মহান বিজয়ের মাস। ১৯৭১ সালে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে অর্জিত হয়েছে এ বিজয়। আর এই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এক সিদ্ধান্তের কথা জানালেন নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন।
রোববার (১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘এক সাগর রক্তের বিনিময়ে’ গানটি শেয়ার করে পোস্ট দিয়েছেন তিনি। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটা করে দেশের গান ফেসবুকে শেয়ার করবেন তিনি।
ক্যাপশনে লিখেছেন, ‘বিজয়ের মাস ডিসেম্বর শুরু হলো আজ। ঠিক করেছি ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটা করে দেশের গান আমার ফেসবুক পাতায় দিব। যাদের ভালো লাগবে শুনবেন। যাদের ৭১ এর ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে মানতে কষ্ট হয় তারা দয়া করে এড়িয়ে যাবেন, আমাকে অবন্ধু (আনফ্রেন্ড) করবেন। সবাইকে বাংলাদেশের বিজয়ের মাসের শুভেচ্ছা।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন বিজয় দিবস। স্বাধীন জাতি হিসেবে বিশ্বে এদিন আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা।
মূলত এ দিনটিকে সামনে রেখেই প্রতিদিন একটি করে দেশত্ববোধক গান নিজের ফেসবুক পেজে শেয়ার করবেন শাওন।