আইকোনিক ফোকাস ডেস্কঃ সফলতার সুখ যেন সবার কপালে সয় না। তার সবচেয়ে বড় প্রমাণ সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। নানান কাণ্ডে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না গায়কের। সুরেলা কণ্ঠের অধিকারী হলেও ক্যারিয়ারে খুব একটা আগাতে পারেননি তিনি। প্রায়ই কোনো না কোনো কারণে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন নোবেল।
মাঝে দীর্ঘদিন আলোচনায় না থাকলেও হঠাৎ আবারও শিরোনামে জায়গা করে নিয়েছেন এই গায়ক। বেশ কয়েকটি গণমাধ্যমে নিজের ভুল স্বীকার করতে দেখা গেছে তাকে। এমনকি মাদকের সঙ্গে সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি।এদিকে নোবেলের এমন দাবির পর তার প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ জানালেন, পাঁচ-সাতজন বান্ধবীকে নিয়ে আবারও মাদকগ্রহণ শুরু করেছেন তিনি। ইতোমধ্যে বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে নেটদুনিয়ায়।
গত ১৯ অক্টোবর নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সালসাবিল । সেখানে মন্তব্যের জবাবে এ তথ্য জানান তিনি। স্ট্যাটাসের ক্যাপশনে গায়কের সাবেক স্ত্রী লেখেন, ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। খুব দ্রুত বিচার না করে একটু সময় দিন, সত্যটা সবার সামনে চলে আসবে। যে যেটাতে অভ্যস্ত, সেটাই করতে থাকবে। ক্যামেরার সামনের নাটকটি ক্ষণস্থায়ী। সত্য বের হয়ে আসা শুধু ক্ষণিকের অপেক্ষা।
সালসাবিলের ওই পোস্টে একজন মন্তব্য করলে সেই মন্তব্যের জবাবে তিনি বলেন, ‘রিহ্যাব থেকে বের হওয়ার পর একটা মানুষের খাবার কেনার টাকা নেই। মাফ না করলেও খাবার কেনার টাকা দিলাম। গানের ভয়েস দিতে যাবে, উবারে যাওয়ার ভাড়া নেই, দিলাম। তিন মাস শতভাগ ভালো হওয়ার নাটক করল। শিগগিরই একটা শো আসছে। আবার ড্রাগ শুরু করে দিয়েছে। আর সঙ্গে তো পাঁচ-সাতটা জিএফ আছেই।
বিষয়টি নিয়ে গণমাধ্যমকে সালসাবিল বলেন, মন্তব্যটি নোবেলকে নিয়েই করা হয়েছে। অনেক দিন রিহ্যাবে ছিল সে। সেখান থেকে ফেরার পর দুই-তিন মাসের মতো বেশ ভালোই ছিল। কিন্তু এখন আবারও বান্ধবী নিযে মাদক নেওয়া শুরু করে দিয়েছেন নোবেল।