আইকোনিক ফোকাস ডেস্কঃ দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ২০২২ সালে মায়োসাইটিস নামে এক বিরল রোগে আক্রান্ত হন তিনি। অসুস্থ থাকলেও টিভি সিরিজ ‘সিটাডেল: হানি বানি’র শুটিং শেষ করেন অভিনেত্রী। তবে শুটিং করতে গিয়ে মাথায় আঘাত পেয়ে স্মৃতিশক্তি হারিয়েছিলেন সামান্থা।
জানা গেছে, প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত মার্কিন সিরিজের হিন্দি রিমেক ‘সিটাডেল: হানি বানি।’ নতুন সিজনে সামান্থার বিপরীতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। আগামী ৭ নভেম্বর ওটিটতে মুক্তি পাবে সিরিজটি।
সম্প্রতি এ উপলক্ষে ভারতীয় গণমাধ্যম গালাতা ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আঘাত পাওয়ার বিষয়টি জানান সামান্থা। অভিনেত্রী বলেন, মাথায় আঘাত পাওয়ার পর নিজের নামও ভুলে গিয়েছিলাম আমি। আমি সম্পূর্ণভাবে শূন্য হয়ে পড়েছিলাম। এখন ভাবি, কেউ আমাকে হাসপাতালেও নেয়নি, এমনকি কেউ কিছু জিজ্ঞাসাও করেনি।
এদিকে সামান্থার এ অভিযোগ অস্বীকার করে ‘সিটাডেল: হানি বানি’র লেখক সীতা মেনন জানান, সেমসয় চিকিৎসককে ডেকেছিলেন তারা। এ কথা শুনে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে সামান্থা বলেন, কোন চিকিৎসক? জবাবে সীতা বলেন, আপনার মনে নেই। কারণ আপনি অজ্ঞান ছিলেন।
প্রসঙ্গত, সর্বশেষ ‘কুশি’ সিনেমায় দেখা গেছে সামান্থাকে। গেল বছরের ১ সেপ্টেম্বর মুক্তি পায় এটি। সিনেমায় বিজয় দেবরকোন্ডার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী। এটি নির্মাণ করেন শিবা নির্ভানা। তবে বক্সঅফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি সিনেমাটি।