রচনা ব্যানার্জীর আসল নাম কী? কেন নিজের পরিচয় গোপন রাখেন তিনি ?

আইকোনিক ফোকাস ডেস্কঃ টলিউড ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেত্রী ও সঞ্চালিকা “রচনা ব্যানার্জী” কে সবাই চেনেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে রচনা তার আসল নাম নয়। তবে এই অভিনেত্রীকে সবাই চেনেন ‘রচনা’ নামে। সূত্রের মাধ্যমে যেটা জানা যায়, অভিনয় থেকেই এই নাম পেয়েছেন তিনি। আলোচ্য বিষয়ে জানবো তার আসল নাম সম্পর্কে।

টালিউড ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। যদিও ওডিয়া ইন্ডাস্ট্রি থেকে অভিনয় জগতে তার অভিষেক। সেখানেও জনপ্রিয়তা পান এই অভিনেত্রী। এবং এখন, যদিও তিনি অভিনয়ের সাথে যুক্ত নন, তবে তিনি অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নং’ হোস্ট করেন। কিন্তু আজ তিনি যেখানে আছেন সেখানে তার যাত্রা মোটেও সহজ ছিল না।

তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করেছিলেন। খুব অল্প বয়সেই তিনি মিস কলকাতার খেতাব জিতেছিলেন। সেখান থেকে জানা যায় অভিনেত্রীর আসল নাম। পরিচালক ও অভিনেতা সুখেন দাস তার নাম রেখেছিলেন ‘রচনা’। তবে তার আসল নাম “ঝুমঝুম” । ইন্ডাস্ট্রিতে আসার পর তার নাম বদলে যায়।

আরও পড়ুনঃখোলামেলা ছবিতে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন মধুমিতা

রবীন্দ্র রচনাবলী থেকে তাঁর নাম নেওয়া হয়েছে বলে জানা যায়। ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে বিশেষ পরিচিতি পান তিনি। তার দুর্দান্ত অভিনয় দিয়ে মন জয় করেছেন লাখ লাখ দর্শকের। তার প্রচুর ফ্যান-ফ্লোইং রয়েছে। অন্যদিকে শুধু তার কঠোর পরিশ্রমই নয়, তার বাবাও তাকে ওড়িয়া শিল্পে প্রতিষ্ঠিত করার জন্য তার চাকরি ছেড়ে দিয়েছিলেন বলে জানা যায়।

Leave a Reply

Translate »