আইকোনিক ফোকাস ডেস্কঃ ক্রিকেট বিশ্বের বড় তারকা সাকিব আল হাসানের নামে গার্মেন্টসকর্মী হত্যা মামলা হওয়ার খবর কয়েকদিন ধরে তুমুল চর্চিত। সাকিব শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য হওয়ায় একদল তার খেলার ক্যারিয়ারের সমস্ত অর্জন ভুলে তিব্র সমালোচনায় ব্যস্ত। তবে কেউ কেউ তার খেলার দক্ষতাকেও ভুলতে নারাজ।
সাকিবের বিরুদ্ধে মামলার খবরের একটি ফটো কার্ড শেয়ার করে শনিবার (২৪ আগস্ট) অভিনেত্রী, সঙ্গীতশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন লিখেছেন, ‘গতকাল থেকে বারবার ২/৩ লাইন লিখছি আর মুছে ফেলছি। থাক মত প্রকাশ করা বাদ দেই, খামোখা নতুন নতুন বিশেষনে বিশেষায়িত হয়ে লাভ কি! বাংলাদেশের পক্ষে দুর্দান্ত সব ইনিংস খেলার এটাই হয়তো পুরষ্কার!
সেই পোস্টে সাংবাদিক জিনাত জোয়ার্দার রীপা মন্তব্য করেছেন, ‘বাক স্বাধীনতার যুগে লিখে মুছেন কেন আপু? ছি! তবে কথা হল, এক্স ওয়াইফকে (প্রখ্যাত অভিনেত্রী রোকেয়া প্রাচী) ছেড়ে কথা বলেনি, সেখানে আপনার মতো দুষ্টু শাশুড়ির কী করবে, জানিনে বাপু (অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্দেশ্য করে)!
সেই মন্তব্যের উত্তরে শাওন লিখেছেন, ‘আগে এতো মুছতে (ফেসবুকে কিছু লিখতে গিয়ে) হয়নি রে আপু
এদিকে রোববার (২৫ আগস্ট) আবার একটি স্ট্যাটাস দিয়ে সাকিব আল হাসানকে রীতিমতো ‘স্বার্থপর’ আখ্যা দিয়েছেন শাওন। তবে এটা এক ধরনের রসিকতা করে লেখা। সাকিব আল হাসান চলমান টি টুয়েন্টি টেস্ট ম্যাচে বিশ্বরেকর্ড গড়ার একটি ফটো কার্ড শেয়ার করে শাওন লিখেছেন,স্বার্থপর একটা। এখনও শুধু নিজের লাভ (বিশ্বরেকর্ড) দেখছে!