অফস্ক্রিনে জয় আমার হাতে চুমু দেয়, সিনিয়র না হলে থাপড়াতাম বললেন ‘মিষ্টি জান্নাত’

আইকোনিক ফোকাস ডেস্কঃ সম্প্রতি নেটপাড়ায় তুমুল গুঞ্জনের বিষয়বস্তু ছিল ডাক্তার, অভিনেত্রী মিষ্টি জান্নাতের সঙ্গে শাকিব খানের বিয়ে। খবরটি ছড়িয়ে পড়তেই সত্যতা যাচাইয়ে সংবাদমাধ্যম ভিড় জমায় মিষ্টির কাছে। তবে তিনি সেই গুঞ্জন খোলাসা করেননি। বিষয়টির ডালপালা আরও ছড়িয়েছে যখন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় এই ইস্যুতে কথা বলেন।

শাকিব খানের বিয়ের জন্য পরিবার পছন্দ করেছে এক ডাক্তার পাত্রী- সম্প্রতি এমন খবর চাউর হতেই অনেকে অনুমানের তীর ছোড়েন মিষ্টি জান্নাতের দিকে। মিষ্টি এই কথা শুনে বেশ হাসিখুশি মন নিয়েই বলেন, ‘ইদানীং আমার সঙ্গে শাকিবের বেশি দেখা হয়েছে। আমি একজন অভিনেত্রী। সেই সঙ্গে ডাক্তারও। আমার সঙ্গে শাকিবের অনেক জানাশোনা।

তিনি আরও বলেন, ‘অনেকেই ভাবছেন, শাকিবের সঙ্গে আমারই বিয়ে হচ্ছে। কিন্তু আমি এটা বলতে চাই, বিবাহিত কাউকে আমি বিয়ে করব না। আবার ভালো লেগে গেলে করতেও পারি, কিছু বলা যায় না। এটা সময় বলবে।


শাকিবকে বিয়ের প্রসঙ্গে ‘হ্যাঁ’ সূচক কোনো কথা না বললেও সরাসরি নাও করেননি অভিনেত্রী, চিকিৎসক মিষ্টি। তবে জানিয়েছেন, তিনিও খুব শিগগিরই বিয়ে করবেন। হতে পারে এ বছরের শেষে অথবা আগামী বছরই।


এদিকে শাকিব-মিষ্টির বিয়ের গুঞ্জনে কথা বলেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সম্প্রতি মিষ্টি জান্নাতকে নিয়ে তিনি বলেন, ‘ওই মেয়ে ভাইরাল হতেই শাকিবকে জড়িয়ে এসব কথা বলছেন। শাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না। আর আমার মনে হয় না মিষ্টির সঙ্গে শাকিব খানের বিয়ে হবে।

বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মিষ্টি জান্নাত। মিষ্টি বলেন, শাহরিয়ার নাজিম জয় তাকে খুব ভালোভাবেই চেনেন। তবুও না চেনার অভিনয় করেছেন। তিনি ভাব দেখিয়েছেন।


জয়কে নিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘’উনি বলেছেন- ‘ওই যে একটা মেয়ে, শাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চান। আরে আমিকি রাস্তার মেয়ে? উনিতো এভাবে বলতে পারেন না।


মিষ্টি জান্নাত বলেন, ‘সে আমাকে চেনে। গত পরশুদিন আমাকে টেক্সট করে বলছে, মিষ্টি কোথায় আছো? চলো লং ড্রাইভে যাই। অথচ, এমন একটা ভাব নিল, সে আমাকে চেনেই না।


অভিনেত্রীর দাবি, জয় তাকে প্রায়শই মেসেজ দেন। নিকেতনে এলে একসঙ্গে বসে কফি খান। তবুও তাকে না চেনার ভান করেছেন।

মিষ্টি জান্নাত বলেন, ‘সে বললো, ওই যে একটা মেয়ে। এটা কেন বলবে? আমি কষ্ট পেয়েছি। যদি সে সিনিয়র না হতেন, তাহলে তাকে ধরে থাপড়াতাম। তার প্রোগ্রামে গেলেও এমন করে। অফস্ক্রিনে উনি আমার হাতে চুমু দিয়েছেন। আমার কাছে সেসবের ভিডিও আছে।

আরও পড়ুন: অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী কার সঙ্গে প্রেম করছেন ?

রেগে গিয়ে মিষ্টি বলেন, ‘সবাইকে সম্মান দিয়ে কথা বলা উচিত। বাড়ির কাজের লোককেও সম্মান দিয়ে কথা বলা উচিত। উনি জানে আমার আয় কত? আমার বাসার কাজের লোকওতো উনার বাড়ির বউ হওয়ার যোগ্য না।

উল্লেখ্য, জান্নাতুল ফেরদৌস মিষ্টি অভিনেত্রী এবং মডেল। বাংলা চলচ্চিত্র জগতে তিনি মিষ্টি জান্নাত হিসেবেই পরিচিত। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে মিষ্টির অভিষেক হয় এবং এর জন্য তিনি শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ডেন্টাল কলেজে পড়াশোনা করেছেন তিনি।

Leave a Reply

Translate »