আমিও ন্যায়বিচারের দাবি করছি : প্রসেনজিৎ

আইকোনিক ফোকাস ডেস্কঃ কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের অভিযোগে তোলপাড় গোটা কলকাতা। গত ৮ আগস্ট দিবাগত রাতে আর জি করে নিজ কর্মস্থলে এ ঘটনা ঘটে। মর্মান্তিক এ ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন সব শ্রেনিপেশার মানুষ। সরব হয়েছেন টলিউডের তারকারাও।

এবার সরব হলেন টলিউড মেগাস্টার প্রসেনজিৎ। ন্যায়বিচারের দাবি করলেন এই অভিনেতা।সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রসেনজিৎ লিখেছেন, “আর জি করে ঘটা ঘৃণ্য ঘটনায় আমি মর্মাহত। আমার চেতনা ও প্রার্থনা ওঁর পরিবারের প্রতি রয়েছে।

এই অপূরণীয় ক্ষতির তো কোনও ক্ষমা নেই। যে কষ্টের মধ্যে দিয়ে ওঁর প্রিয়জনেরা যাচ্ছেন সেই কষ্ট শেষ করার মতো আমার কাছে কোনও শব্দ নেই। হ্যাঁ, আমিও ন্যায়বিচারের দাবি করছি। আমাদের সকলের একজোট হতে হবে।

সত্যি যাতে সামনে আসে তা দেখতে হবে। চলুন সবাই এক হই। নির্যাতিতার বিচার চাই। এই ধরনের ঘটনা যাতে আগামীতে না ঘটতে পারে।এর আগে টলিউডের স্বস্তিকা মুখার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, সৃজিত মুখার্জিসহ প্রায় বেশিরভাগ তারকাই এই ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন।

রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন অপর্ণা সেন, কৌশিক সেন, ঋদ্ধি সেনরা। প্রতিবাদ স্বরূপ দেবের ‘খাদান’ ও নন্দিতা-শিবপ্রসাদ জুটির ‘বহুরূপী’ সিনেমার টিজার রিলিজ পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) সকালে আর জি কর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের ইমারজেন্সি বিল্ডিংয়ের চার তলার সেমিনার রুম থেকে রহস্যজনক ভাবে উদ্ধার হয় এক তরুণী চিকিৎসকের দেহ৷ তিনি ওই হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েশনের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন৷

তার আগের দিন অর্থাৎ, বৃহস্পতিবার রাতে অন কল ডিউটিতে হাসপাতালে ছিলেন তিনি৷ পরেরদিন সেমিনার হলে উদ্ধার হয় ওই চিকিৎসকের দেহ৷ এ ঘটনায় ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে। শুরু হয়েছে তদন্তও। হাসপাতালের পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

Leave a Reply

Translate »