আইকোনিক ফোকাস ডেস্কঃ ২০২৪ সালে অনুপমা পরমেশ্বরণের তেলুগু ফিল্ম ‘টিল্লু স্কোয়ার’ মুক্তি পায়। কেঁপে যায় বক্স অফিস। এই ছবিতে তাঁর অভিনয়েরও প্রশংসা করেন সমালোচকরা।
২০২৩ সালে মুক্তি পায় রণবীর কাপুরের ‘অ্যানিমাল’। রাতারাতি বিখ্যাত হয়ে যান তৃপ্তি দিমরি। ‘অ্যানিমাল’-এ রণবীরের সঙ্গে তাঁর অন্তরঙ্গ দৃশ্য ঝড় তুলেছিল ৮ থেকে ৮০-র হৃদয়ে। তৃপ্তির অভিনয়ও প্রশংসিত হয়। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার সংখ্যা একাধাক্কায় বাড়ে কয়েক গুণ।
২০২৪ সালে দৃশ্য বদলে গিয়েছে। নতুন ন্যাশনাল ক্রাশ খুঁজে পেয়েছেন সিনেপ্রেমীরা। তবে তিনি বলিউডের নন, দক্ষিণের নায়িকা। নয়া ন্যাশনাল ক্রাশ হলেন অনুপমা পরমেশ্বরণ। এক দশকেরও বেশি সময় ধরে বড়পর্দা কাঁপাচ্ছেন তিনি। কাজ করেছেন মলয়ালম, তামিল এবং তেলেগু ছবিতে।
২০১৫ সালে মাত্র ১৯ বছর বয়সে পা রাখের রুপোলি পর্দায়। মলয়ালম ছবি ‘প্রেমম’-এর হাত ধরে আত্মপ্রকাশ করেন অনুপমা। এরপর তিনি ‘কোডি’, ‘রাক্ষসুড়ু’, ‘কার্তিকেয় ২’-এর মতো একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন।
২০২৪ সালে অনুপমা পরমেশ্বরণের তেলুগু ফিল্ম ‘টিল্লু স্কোয়ার’ মুক্তি পায়। কেঁপে যায় বক্স অফিস। এই ছবিতে তাঁর অভিনয়েরও প্রশংসা করেন সমালোচকরা। এটাই অনুপমার কেরিয়ারের সবচেয়ে বড় হিট সিনেমা। ৪০ কোটি টাকার বাজেটে তৈরি ‘টিল্লু স্কোয়ার’ বিশ্বব্যাপী ১৩০ কোটি টাকার ব্যবসা করে।
আরও পড়ুনঃ আল্লু অর্জুন কী কারণে মামলা খেলেন!!
‘টিল্লু স্কোয়ার’-এ সিধু জোন্নালগড্ডার সঙ্গে অনুপমা পরমেশ্বরণের অনস্ক্রিন রসায়ন দেখে থ হয়ে যান দর্শকরাও। সিধু ও অনুপমার একটি চুম্বন দৃশ্য এবং কয়েকটি অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কাটাছেঁড়াও কম হয়নি। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ছবিটি মুক্তি পাওয়ার পরে, অভিনেত্রীর অন্তরঙ্গ দৃশ্যের সেই সব ভিডিও নতুন করে ভাইরাল হচ্ছে। এখন তিনিই হয়ে উঠেছেন দেশের নতুন ক্রাশ।এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘টিল্লু স্কোয়ার’-এর সাফল্যের পর অনুপমা পরমেশ্বরণ পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন।
আগের চেয়ে দ্বিগুণ ফি নিচ্ছেন তিনি। ওই প্রতিবেদন থেকেই জানা গিয়েছে, অনুপমা পরমেশ্বরণ আগে একটি সিনেমার জন্য ১ কোটি টাকা নিতেন। কিন্তু এখন তিনি ফি বাড়িয়ে ২ কোটি টাকা করে দিয়েছেন। অনুপমার হাতে এখন অনেক কাজ। ‘হনুমান’ খ্যাত পরিচালক প্রশান্ত ভার্মার ছবি ‘অক্টোপাস’-এ দেখা যাবে তাঁকে।
এ ছাড়া ধ্রুব বিক্রমের ‘বাইসন’, ‘জেএসকে’-এর মতো ছবিতেও রয়েছেন তিনি। প্রসঙ্গত, অনুপমা পরমেশ্বরণের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে একটি অফিসিয়াল অ্যাকাউন্ট রয়েছে, যেখানে তাঁর ১৬ মিলিয়ন অর্থাৎ ১.৬ কোটি ফলোয়ার রয়েছে।