আইকোনিক ফোকাস ডেস্কঃ শোকাবহ আগস্ট মাসের প্রথমদিন বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গনে হাজির হয়েছিলেন সংস্কৃতি অঙ্গনের একঝাঁক তারকা। হাতে ছিল বিভিন্ন স্লোগান সম্বিলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড।
বৃহস্পতিবার (১ আগস্ট) ‘সকল সহিংসতার বিরুদ্ধে আমরা’- এই স্লোগান ব্যানারে ধারণ করে বিটিভি প্রাঙ্গনে দাঁড়িয়ে মতপ্রকাশ করেন শিল্পীরা।এ সময় বিটিভিতে যারা ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করে শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি সমবেদনাও প্রকাশ করেন।
শমী কায়সার বলেন, বাংলাদেশ টিলিভিশন বাঙালির সংস্কৃতির ধারক ও বাহক, বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেছে— সেই বিটিভিতে এসে এই ধ্বংসযজ্ঞ দেখে মর্মাহত হয়েছি। এখানে আমরা বেড়ে উঠেছি, শিল্পী হিসেবে এই প্রাঙ্গনে বড় হয়েছি। এই ধ্বংসযজ্ঞের সঙ্গে যারা জড়িত আছে তাদের আমরা বিচার চাই। বাংলাদেশে এরকম নৃশংসতা, এমন ধ্বংসযজ্ঞ, এতো প্রাণহানি আমরা আর চাই না।
ফেরদৌস আহমেদ বলেন, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদেরকে ঢাল করে একদল মানুষরূপী পশু জালিয়ে-পুড়িয়ে ও হত্যাযজ্ঞ চালিয়ে ছারখার করে দিয়েছে আমাদের দেশকে। দেশটি হয়তো আবার ঠিক করে ফেলব আমরা। কিন্তু যে প্রাণগুলো ঝরে গেল সেগুলো আর কোনোদিন ফিরে পাব না। আজকে আমরা বিটিভিতে এসেছি। যতগুলো প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়েছে, সুপরিকল্পিতভাবে এসব করা হয়েছে। তাদের বিচার চাই। আজ শিল্পীরা এখানে একত্রিত হয়েছি, আমাদের সংহতি প্রকাশ করার জন্য। সকল সহিংসতার বিরুদ্ধে আমরা।
আজিজুল হাকিম বলেন, বাংলাদেশ টেলিভিশনের ওপর যে নৃশংস হামলা হয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক। আমি এই আক্রমণের তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডে যে সকল প্রাণ আমরা হারিয়েছি, তাদের বিদেহী আত্মার প্রতি আমি সমবেদনা জানাই, আত্মার শান্তি কামনা করি। আমরা সুন্দর বাংলাদেশ চাই, সম্প্রতির বাংলাদেশ চাই, স্বস্তির বাংলাদেশ চাই, সন্ত্রাসের বাংলাদেশ চাই না। সবাই মিলে আসুন, দেশটাকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাই। আর সন্ত্রাস আমাদের কাম্য নয়।
ফেরদৌস, শমী কায়সার ও আজিজুল হাকিম ছাড়াও বিটিভি প্রাঙ্গনে উপস্থিত ছিলেন—,সুজাতা, রিয়াজ, অরুণা বিশ্বাস, নিপুণ, রোকেয়া প্রাচী, সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, চন্দন রেজা, সংগীতশিল্পী শুভ্র দেব, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, এস এ হক অলিক, খোরশেদ আলম খসরুসহ নাটক ও চলচ্চিত্র অঙ্গনের তারকারা।