আইকোনিক ফোকাস ডেস্কঃ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব আল হাসানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। চার সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, অভিনেতা জায়েদ খানের ফোন পানিতে ছুড়ে মেরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিডিওটি ভক্তদের মাঝে অনেক প্রশ্নের সৃষ্টি করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গেছে, একটি সুইমিং পুলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সাকিব। এসময় তাকে দেখে ছবি তোলার ইচ্ছা জানান জায়েদ খান। সাকিবকে ফোন এগিয়ে দিতেই প্রথমে সেলফি তোলার অঙ্গভঙ্গি করেন। এরপর হঠাৎ করেই জায়েদের ফোন পানিতে ফেলে দেন সাকিব এবং মুখে একরাশ বিরক্তি প্রকাশ করে হেঁটে সামনে চলে যান।
আরও পড়ুনঃশাকিব ও তাঁর পরিবার প্রসঙ্গে যা মন্তব্য জানালেন বুবলী!
সাকিব-জায়েদকে নিয়ে প্রকাশিত এই ভিডিও নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই জায়েদ খানের ফোন ফেলে দেওয়ায় খুশি হয়েছেন, আবার কেউ কেউ সাকিবকে বেয়াদব বলে আখ্যা দিয়েছেন। তবে ঘটনাটি বাস্তব নাকি কোনো শ্যুটিং স্পটের, সেটা জানা যায়নি।
সাম্প্রতিক সময়ে প্রচারিত ক্রিকেটারদের বেশকিছু বিজ্ঞাপন থেকে পাওয়া ধারণা অনুযায়ী এটি বিজ্ঞাপন শ্যুটিংয়ের অংশ হওয়ার সম্ভাবনা বেশি। এর আগেও বিজ্ঞাপনের জন্য অদ্ভুত ফেসবুক পোস্ট করতে দেখা গেছে সাকিবকে। তাই অনেকেই ধারণা করছেন, এটি হয়তো নতুন কোনো বিজ্ঞাপন। তবে সাকিব কিংবা জায়েদ খান কেউই এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানাননি।