চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার খবর গুজব : জনপ্রশাসন সচিব

আইকোনিক ফোকাস ডেস্কঃ সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার খবর গুজব। এতে কান না দিতে অনুরোধ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।আজ রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তার কাছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

একটা দরখাস্ত এসেছে, আপনারা কী সিদ্ধান্ত নিয়েছেন- এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব বলেন, ‘আমার একটাই উত্তর গুজবে কান দেবেন না। আমি এক কথায় বলে দিলাম, গুজবে কান দেবেন না।

এর আগে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়স ৬৫ বছর করার বিষয়ে সম্প্রতি বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে মন্ত্রিপরিষদ বিভাগে একটি চিঠি দেওয়া হয়েছে। এ দাবির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে গত ১৮ সেপ্টেম্বর চিঠি পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ।

ওই সংবাদ সম্মেলনে সচিব আরো জনান, ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের বিবরণী জমা দিতে হবে।তবে পরবর্তী বছর থেকে প্রতিবছন ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সম্পদেরবিবরনী জমা দিতে হবে।

Leave a Reply

Translate »