আইকোনিক ফোকাস ডেস্কঃ রাজধানীর লালবাগে প্লাস্টিক গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে চেয়ারম্যান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, ইসলামবাগ চেয়ারম্যানঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে দুপুর ১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে মোট ১০টি ইউনিট।