আইকোনিক ফোকাস ডেস্কঃ ভারতের সাবেক প্রধান কোচ রাহুল দ্রাবিড় প্রশংসায় ভাসিয়েছেন রোহিত শর্মাকে। তার মতে, রোহিতের নেতৃত্বেই ভারতীয় দল টি-টোয়েন্টি ক্রিকেটে এক নতুন রূপ পেয়েছে। আবির্ভূত হয়েছে একটি আক্রমণাত্মক ও ভয়ংকর ব্যাটিং ইউনিট হিসেবে।
ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে দ্রাবিড় বলেন, ‘ভারত এখন সত্যিই টি-টোয়েন্টি ক্রিকেটকে বদলে দিচ্ছে।
ভারতের ব্যাটিং এখন একেবারে অন্য স্তরে। প্রতি ম্যাচে প্রায় ৩০০ রান করার সামর্থ্য দেখাচ্ছে দলটি। বিশ্বের অন্য দলগুলো এখন ভাবছে, আমাদেরও ভারতের মতো খেলতে হবে।’দ্রাবিড় জানান, রোহিতের অধিনায়কত্বে ভারতের খেলার ধরন বদলে গেছে।
‘আমি কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রোহিতের সঙ্গে আলোচনা হতো, আমরা কেমন ক্রিকেট খেলতে চাই। তখন থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আরো আক্রমণাত্মক ব্র্যান্ডের ক্রিকেট খেলব। রোহিতের কৃতিত্ব এখানেই। সে দলকে সাহসী পথে এগিয়ে নিয়ে গেছে,’ বলেন দ্রাবিড়।
তিনি আরো যোগ করেন, ‘পরিবর্তনটা আসলে নেতার হাত থেকেই আসে। অধিনায়ক ও খেলোয়াড়দেরই ঝুঁকি নিতে হয়, মাঠে গিয়ে নতুন কিছু করে দেখাতে হয়। আমরা হয়তো কিছুটা নিরাপত্তা দিতে পারি, কিন্তু শেষ পর্যন্ত মাঠে সবটা করতে হয় ওদেরই।