ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা

আইকোনিক ফোকাস ডেস্কঃ কক্সবাজারে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি।

শনিবার (১৬ আগস্ট) রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়।জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কিউরেশন সংক্রান্ত কর্মশালায় অংশ নিতে শুক্রবার (১৫ আগস্ট) সরকারি সফরে কক্সবাজারে যান উপদেষ্টা ফারুকী। 

এবার ফারুকীর সর্বশেষ অবস্থা সম্পর্কে জানিয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। 

নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিশা জানান, ‘মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে, তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তিনি আশংকামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।

এ দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমরান হোসাইন সজীব জানান, সংস্কৃতি উপদেষ্টা শুক্রবার বিকেলে সরকারি সফরে কক্সবাজার আসেন এবং হোটেল ওশান প্যারাডাইজে অবস্থান নেন। রোববার কক্সবাজারকে ‘সাংস্কৃতিক হাব’ হিসেবে গড়ে তুলতে দুদিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু শনিবার সন্ধ্যায় হোটেলে অবস্থানকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও জানান, মোস্তফা সরয়ার ফারুকী বুকে ব্যথা অনুভব করছিলেন এবং তিনি উচ্চ রক্তচাপেও ভুগছিলেন। যদিও অবস্থা গুরুতর ছিল না, সতর্কতার অংশ হিসেবে তাকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Translate »