জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে নিরাপত্তা উপদেষ্টা

আইকোনিক ফোকাস ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। 

রোববার (১০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামায়াত। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জামায়াত আমিরের সঙ্গে দেখা করে চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনায় দোয়া করেন খলিলুর রহমান।জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের এ আন্তরিকতায় কৃতজ্ঞতা জানিয়েছে জামায়াতে ইসলামী।

প্রসঙ্গত, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সম্প্রতি জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি করা হয়েছে। এখন তিনি কেবিনে অবস্থান করছেন। পরিপূর্ণ সুস্থতার জন্য শফিকুর রহমান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply

Translate »