আইকোনিক ফোকাস ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে ঘোষিত কর্মসূচির মধ্যে থাকা ১৮ জুলাই ১ মিনিটের প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
ফেসবুক পোস্টে ফারুকী লেখেন, জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের একটি কর্মসূচি নিয়ে শুরু থেকেই আমাদের মধ্যে দ্বিধা ছিল। ‘এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট’ বিষয়টি অনেকের কাছে ভালো আইডিয়া মনে হয়নি। পরে নানা আলোচনায় এটি কর্মসূচিতে যুক্ত হলেও নতুন করে চিন্তা-ভাবনার পর সেটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরও বলেন, এ নিয়ে আমরা দ্রুত নিজেদের মধ্যে সভা করেছি। আপনাদের মতামতও পেয়েছি। তাই ১৮ জুলাইয়ের প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না। সংশোধিত সূচি শিগগিরই প্রকাশ করা হবে।
তবে অন্য সব কর্মসূচি পূর্বঘোষিত সূচি অনুযায়ী অপরিবর্তিত থাকবে বলে জানান তিনি। ফারুকী বলেন, লেটস রিকানেক্ট, রিগ্রুপ অ্যান্ড রিইগনাইট দ্য ভেরি জুলাই ফায়ার।
এর আগে, বুধবার রাতে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার বিস্তারিত সূচি প্রকাশ করা হয়। সেখানে ১৮ জুলাই ১ মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউটের কথা উল্লেখ ছিল।