আইকোনিক ফোকাস ডেস্কঃ আওয়ামী পুনর্বাসন ঠেকাতে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো নিয়ে আত্মপ্রকাশ করা প্লাটফর্ম ‘জুলাই ঐক্য’ সচিবালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে।
মঙ্গলবার (২০ মে) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়। তালিকায় ৪৪ জন আমলার নাম রয়েছে, যাদের আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করেছে জুলাই ঐক্য। এ সময় শহীদ মুনতাছির রহমান আরিফের বাবা মোহাম্মদ গাজীউর রহমান তালিকায় থাকা ব্যক্তিদের নাম পড়ে শোনান।
তিনি বলেন, আমার ছেলে ফ্যাসিবাদির বিলুপ্তি চেয়েছিল। চেয়েছিলাম একটা সুষ্ঠু নির্বাচন হবে দেশ ভাল চলবে। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারকে যারা ইন্ধন দিয়েছে, তারা এখনও বহাল তবিয়তে। আমরা যে মামলা করেছি তার একজন অপরাধীকেও ধরা হয়নি। না ধরলে বিচার কিভাবে হবে। উল্টো আমাদের হুমকি দিচ্ছে। গত ১৬ বছর যারা জেলে ছিল তারা তো বাড়িতে সুখে দিন কাটাচ্ছে, তারা তো একটা মামলা করেনি। মামলা কি শুধু আমরা করব?
গাজীউর রহমান আরও বলেন, যারা হত্যা করেছে তারাই আবার এই ঘটনার তদন্ত করছে। তাহলে কিভাবে সত্য উদঘাটন হবে? কিভাবে বিচার হবে?শহীদ আরিফের বাবা বলেন, আমরা জানি এখনও বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তারা বহাল রয়েছেন।