আইকোনিক ফোকাস ডেস্কঃ বাংলাদেশের অর্থনীতিতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে কোরিয়ান বিনিয়োগকারী কিহাক সাং-কে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’–এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ সম্মাননাপত্র তুলে দেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কিহাক সাং বলেন, সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে আমি সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ।
অনুষ্ঠানে বিনিয়োগে অসামান্য অবদান রাখার জন্য দেশের চারটি প্রতিষ্ঠানকে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো ওয়ালটন, বিকাশ, স্কয়ার ফার্মাসিটিক্যালস ও ফেব্রিকস লাগবে।
প্রসঙ্গত, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গত ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’। যা চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত।