শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের আরও ২ মামলা

আইকোনিক ফোকাস ডেস্কঃ ক্ষমতার অপব্যবহার করে রাজউক থেকে প্লট নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়েছে। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলাগুলোতে সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এর মধ্যে সজীব ওয়াজেদ জয়কে প্রধান আসামি করে দায়েরকৃত মামলায় সহায়তায়কারী হিসেবে শেখ হাসিনাকেও আসামি করা হয়েছে। আসামি হিসেবে এ মামলায় আরও অন্তর্ভুক্ত করা হয়েছে গৃহায়ন ও রাজউকের কর্মকর্তাসহ মোট ১৫ জনকে।

আর শেখ হাসিনাকে প্রধান আসামি করে দায়েরকৃত মামলায় গৃহায়ন ও রাজউকের কর্মকর্তাসহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে।

Leave a Reply

Translate »